শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর — আজ খুলছে বিপিএল টিকিট বিক্রি

বহুল পঠিত

ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর দ্বাদশ আসরের টিকিট বিক্রি। চার-ছক্কার উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্ট মাঠে বসে উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই।

আজ রবিবার বিকেল ৪টা থেকে অনলাইনে বিপিএলের সিলেট পর্বের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

বিপিএল টিকিটের দাম ও গ্যালারি বিভাজন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য টিকিটের দাম ও গ্যালারি বিভাজন নিচে দেওয়া হলো-

  • ২০০ টাকা: গ্রিন গ্যালারি / গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড
  • ২৫০ টাকা: শহীদ আবু সাঈদ স্ট্যান্ড
  • ৫০০ টাকা: ক্লাব হাউস (আপার)
  • ৬০০ টাকা: ক্লাব হাউস (জিরো ওয়েস্ট জোন)
  • ২,০০০ টাকা: গ্র্যান্ড স্ট্যান্ড (সর্বোচ্চ মূল্য)

দর্শকরা নিজেদের বাজেট অনুযায়ী গ্যালারি বেছে নিয়ে টিকিট কিনতে পারবেন।

টিকিট কেনার নিয়ম: শুধুই অনলাইনে

এবার কালোবাজারি রোধ এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে বিসিবি শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোনো স্টেডিয়াম বা বুথ থেকে সশরীরে টিকিট কেনার সুযোগ থাকছে না।

টিকিট সংগ্রহ করতে দর্শকদের যেতে হবে— www.gobcbticket.com.bd
ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই টিকিট নিশ্চিত হবে।

টিকিট সংগ্রহে গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • আজ বিকেল ৪টার পর থেকেই টিকিট কেনা যাবে
  • অনলাইন পেমেন্ট সফল হলে ই-টিকিট বা কনফার্মেশন কপি সংগ্রহ করতে হবে
  • স্টেডিয়ামে প্রবেশের সময় ই-টিকিট প্রদর্শন বাধ্যতামূলক

সিলেট পর্বের প্রস্তুতি সম্পন্ন

মনোরম পরিবেশে ক্রিকেট উৎসব জমিয়ে তুলতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিসিবি। বিশেষ করে গ্রিন গ্যালারি থেকে খেলা দেখার অভিজ্ঞতা সিলেট ভেন্যুর অন্যতম আকর্ষণ।

২০০ টাকা থেকে টিকিট শুরু হওয়ায় এবার সিলেট পর্বে দর্শকদের উপচে পড়া ভিড় হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ