ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে জনমনে নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশ বজায় রাখতে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে। বিশেষ করে শিল্পনগরী গাজীপুর জেলাজুড়ে সেনাবাহিনীর জোরদার টহলে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি ও আত্মবিশ্বাস।
গাজীপুরের প্রতিটি প্রান্তে সেনাসদস্যদের পদচারণা
সকাল থেকেই গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার অলিগলি থেকে শুরু করে মহাসড়কগুলোতে সেনাবাহিনীর গাড়ি ও সদস্যদের টহল দিতে দেখা গেছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই তাদের এই অবস্থান।
অস্থায়ী ক্যাম্প ও বিশেষ আভিযানিক দল
নিরাপত্তা পরিকল্পনাকে আরও সুসংগঠিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে অস্থায়ী আর্মি ক্যাম্প। সাধারণ টহলের পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’ বা আভিযানিক দল। যেকোনো জরুরি পরিস্থিতিতে বা স্পর্শকাতর এলাকায় মুহূর্তের মধ্যে তারা ব্যবস্থা নিতে সক্ষম।
জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার
গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সেনাবাহিনীর উপস্থিতিতে তারা নিরাপদ বোধ করছেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
সুত্রঃ দৈনিক সংগ্রাম




