বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
ঘটনার মূল বিষয়বস্তু:
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান যে, প্রবাসী কল্যাণ ব্যাংকে খুব দ্রুতই শরিয়াহ ভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করেছেন এবং চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে।

শায়েখ আহমাদুল্লাহ্র ভূমিকা:
শায়েখ আহমাদুল্লাহ্ দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের দাবি জানিয়ে আসছিলেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়মিত বিভিন্নভাবে প্রবাসীদের নিয়ে বিভিন্ন কল্যাণমূলক কাজ করছে। উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শায়েখ আহমাদুল্লাহ্র উৎসাহ ও পরামর্শই তাদের এই পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছে।
প্রতিবেদনের মূল পয়েন্টগুলো:
- সুদমুক্ত ঋণ: প্রবাসীরা এখন ধর্মীয় বিধান মেনে কোনো প্রকার সুদ ছাড়াই ঋণের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
- শরিয়াহ উইং: প্রবাসী কল্যাণ ব্যাংকে আলাদা একটি ‘শরিয়াহ উইং’ খোলার ঘোষণা দেওয়া হয়েছে।
- দ্রুত বাস্তবায়ন: মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসেই কার্যক্রমটি শুরু করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
- কৃতজ্ঞতা প্রকাশ: শায়েখ আহমাদুল্লাহ্ এই উদ্যোগের জন্য উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এবং এটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ করেছেন।
প্রবাসীদের জন্য কেন এটি খুশির খবর?
অনেক প্রবাসী ভাই ধর্মীয় কারণে সুদের ভয়ে ব্যাংক থেকে ঋণ নিতে চাইতেন না। এর ফলে তারা প্রবাসে যাওয়ার সময় বা দেশে ফিরে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে মূলধনের অভাবে ভুগতেন। এখন শরিয়াহ ভিত্তিক ঋণ চালু হলে সাধারণ প্রবাসীদের জন্য বিদেশের মাটিতে পা রাখা এবং স্বাবলম্বী হওয়া আরও সহজ হবে।

“সরকারের এই পদক্ষেপে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে ইনশাআল্লাহ।” শায়েখ আহমাদুল্লাহ্




