মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

প্রবাসীদের জন্য বিশাল সুসংবাদ: চালু হচ্ছে সুদভুক্তমুক্ত ‘শরিয়াহ ভিত্তিক’ ঋণ সেবা!

বহুল পঠিত

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্‌র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ঘটনার মূল বিষয়বস্তু:

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান যে, প্রবাসী কল্যাণ ব্যাংকে খুব দ্রুতই শরিয়াহ ভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করেছেন এবং চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে।

শায়েখ আহমাদুল্লাহ্‌র ভূমিকা:

শায়েখ আহমাদুল্লাহ্‌ দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের দাবি জানিয়ে আসছিলেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়মিত বিভিন্নভাবে প্রবাসীদের নিয়ে বিভিন্ন কল্যাণমূলক কাজ করছে। উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শায়েখ আহমাদুল্লাহ্‌র উৎসাহ ও পরামর্শই তাদের এই পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছে।

প্রতিবেদনের মূল পয়েন্টগুলো:

  • সুদমুক্ত ঋণ: প্রবাসীরা এখন ধর্মীয় বিধান মেনে কোনো প্রকার সুদ ছাড়াই ঋণের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
  • শরিয়াহ উইং: প্রবাসী কল্যাণ ব্যাংকে আলাদা একটি ‘শরিয়াহ উইং’ খোলার ঘোষণা দেওয়া হয়েছে।
  • দ্রুত বাস্তবায়ন: মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসেই কার্যক্রমটি শুরু করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
  • কৃতজ্ঞতা প্রকাশ: শায়েখ আহমাদুল্লাহ্‌ এই উদ্যোগের জন্য উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এবং এটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ করেছেন।

প্রবাসীদের জন্য কেন এটি খুশির খবর?

অনেক প্রবাসী ভাই ধর্মীয় কারণে সুদের ভয়ে ব্যাংক থেকে ঋণ নিতে চাইতেন না। এর ফলে তারা প্রবাসে যাওয়ার সময় বা দেশে ফিরে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে মূলধনের অভাবে ভুগতেন। এখন শরিয়াহ ভিত্তিক ঋণ চালু হলে সাধারণ প্রবাসীদের জন্য বিদেশের মাটিতে পা রাখা এবং স্বাবলম্বী হওয়া আরও সহজ হবে।

“সরকারের এই পদক্ষেপে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে ইনশাআল্লাহ।” শায়েখ আহমাদুল্লাহ্‌

আরো পড়ুন

চাকরি খুঁজব না, চাকরি দেব- তরুণদের জন্য ড. ইউনূসের নতুন রোডম্যাপ!

বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাফ জানিয়ে দিলেন, আর গতানুগতিক ‘চাকরি’র পেছনে ছোটা নয়, এবার সময় নিজের ভাগ্য নিজেই গড়ার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে এক বৈপ্লবিক বার্তা দেন- "চাকরি না খুঁজে তরুণ উদ্যোক্তা হোন, বিশ্ব জয় করুন।"

নির্বাচন-পরবর্তী কূটনৈতিক অগ্রযাত্রা: মার্চে জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়েই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গতি আনতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ব্যাংকিং খাতে ফিরছে আস্থা: ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা

দীর্ঘদিনের অনিয়ম, অর্থ পাচার ও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দৌরাত্ম্যে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশের আর্থিক খাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং ব্যবস্থায় নেমে আসে চরম অস্থিরতা-ডলার সংকট, রিজার্ভের পতন, তারল্য ঘাটতি এবং আমানতকারীদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ