বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

বহুল পঠিত

মালয়েশিয়ায় বসবাসরত লাখো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশির দৈনন্দিন কনসুলার সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।

প্রথমবারের মতো হাইকমিশনের কনসুলার সেবার ফি পরিশোধে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট ও সরাসরি ব্যাংক ট্রান্সফার সুবিধা, যার মাধ্যমে ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন সেবার অর্থ এখন সরাসরি কার্ড বা কিউআর কোড স্ক্যান করেই পরিশোধ করা যাবে।

কার্ড ও কিউআর কোডে ফি পরিশোধের সুযোগ

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে সার্ভিস কাউন্টারেই-

  • ডেবিট কার্ড ব্যবহার করে
  • অথবা কিউআর কোড স্ক্যান করে

সহজেই কনসুলার ফি পরিশোধ করতে পারবেন।

এই সুবিধা চালু হচ্ছে হাইকমিশনের অফিসে, ঠিকানা:
৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০, কুয়ালালামপুর।

পুরোনো ব্যবস্থাও বহাল থাকছে

নতুন ডিজিটাল পদ্ধতির পাশাপাশি আগের মতোই মেব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা দেওয়ার সুযোগও চালু থাকবে।

ফলে প্রবাসীরা নিজেদের সুবিধা অনুযায়ী—

  • ডিজিটাল পেমেন্ট
    অথবা
  • ব্যাংকে গিয়ে জমা

এই দুই পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারবেন।

১৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর

বাংলাদেশ হাইকমিশনের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

হাইকমিশনের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে কনসুলার সেবাকে আরও—

  • নাগরিকবান্ধব
  • স্বচ্ছ
  • দ্রুত
  • এবং প্রযুক্তিনির্ভর

করে তোলা।

প্রবাসীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতদিন ব্যাংকে গিয়ে লাইন ধরা, আলাদা সময় বের করা ও কাগজপত্রের ঝামেলা বড় ভোগান্তির কারণ ছিল।

নতুন ব্যবস্থায়-

  • ব্যাংকে আলাদা করে যেতে হবে না
  • সময় বাঁচবে
  • ঝামেলা কমবে
  • সেবা পাওয়া হবে দ্রুত

এতে প্রবাসীদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসীবান্ধব উদ্যোগ হিসেবে প্রশংসা

বিশ্লেষকদের মতে, ডিজিটাল পেমেন্ট চালু করা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি প্রবাসীদের প্রতি সরকারের দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

এই পদক্ষেপ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করলো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

প্রবাসীদের জন্য বিশাল সুসংবাদ: চালু হচ্ছে সুদভুক্তমুক্ত ‘শরিয়াহ ভিত্তিক’ ঋণ সেবা!

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্‌র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

জানুয়ারির প্রথম ১০ দিনেই ১.১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, অর্থনীতিতে আশার বার্তা

নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ। চলতি জানুয়ারির রেমিট্যান্স মাত্র ১০ দিনেই দেশে এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটির বেশি টাকা। এই অঙ্ক আন্তর্জাতিক মুদ্রায় দাঁড়ায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।

প্রবাসী যোদ্ধাদের জন্য আস-সুন্নাহর অনন্য উদ্যোগ: ৪৬ দেশের প্রতিনিধিদের নিয়ে গাইডলাইন কর্মশালা

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের ঘামঝরানো পরিশ্রমে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। কিন্তু প্রবাস জীবনের নানাবিধ সংকট, আইনি জটিলতা এবং পারিবারিক বিচ্ছিন্নতার যন্ত্রণায় অনেক সময়ই দিশেহারা হয়ে পড়েন তারা। প্রবাসীদের এই সব বাস্তব সমস্যার সমাধান এবং সঠিক পথের দিশা দিতে রাজধানী ঢাকায় এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন সম্পন্ন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ