ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬: চারদিকে যখন দুঃসংবাদ আর হতাশার খবর, ঠিক তখনই আশার আলো হাতে পথ দেখাচ্ছেন সাংবাদিক মো. মহসিন আলী। গতানুগতিক ধারার বাইরে গিয়ে গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ডাক দেওয়া এই স্বপ্নদ্রষ্টা এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে ‘ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৫ ’-এ ভূষিত করা হয়।
কেন এই অনন্য স্বীকৃতি?
বাংলাদেশে ইতিবাচক সাংবাদিকতা বা ‘পজিটিভ জার্নালিজম’-এর পথিকৃৎ হিসেবে মো. মহসিন আলীর অবদান অনস্বীকার্য। তিনি গড়ে তুলেছেন ‘গুড নিউজ বাংলাদেশ’ নামের একমাত্র এমন একটি প্ল্যাটফর্ম, যা শুধুমাত্র দেশের সাফল্য, সম্ভাবনা এবং অনুপ্রেরণাদায়ক গল্পগুলো তুলে ধরে।
ICALDRC Linguistics Unit of Dhaka University-এর আয়োজনে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিচারকরা জানান, সমাজ বিনির্মাণে এবং মানুষের মনে স্বস্তি ফেরাতে মহসিন আলীর লেখনী ও তার প্রতিষ্ঠানের ভূমিকা অসামান্য। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘সার্টিফিকেট অফ অনার’ (High Honors) প্রদান করা হয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সিইও এবং চিফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারার মেলায় আলোকিত মঞ্চ
অনুষ্ঠানটি ছিল দেশবরেণ্য শিক্ষাবিদ ও গুণীজনদের এক মিলনমেলা। মহসিন আলীর হাতে সম্মাননা তুলে দেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক অতিথিরা। মঞ্চে উপস্থিত ছিলেন:
- প্রধান অতিথি: প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান (উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
- কি-নোট স্পিকার: প্রফেসর ড. নাসার ইউ আহমেদ (প্রো-ভিসি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অ্যাডভাইজার, ICALDRC, USA)।
- বিশেষ অতিথি: প্রফেসর ড. আব্দুল মজিদ (উপাচার্য, যবিপ্রবি) এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফত (ভাইস চেয়ারম্যান, সিইউবি ট্রাস্ট)।
- সভাপতি: প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান (মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট)।
আগামীর অনুপ্রেরণা
সেমিনারের প্রতিপাদ্য ছিল “মনন সমৃদ্ধি ও জীবনকে অনুপ্রাণিত করতে ভাষা ও সাহিত্যের প্রভাব”। আয়োজকরা মনে করেন, মো. মহসিন আলীর এই অর্জন তরুণ সাংবাদিকদের জন্য এক বড় অনুপ্রেরণা। নেতিবাচক খবরের ভিড়ে যে ইতিবাচক সংবাদও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং আন্তর্জাতিক সম্মান বয়ে আনতে পারে, এই পুরস্কার তারই প্রমাণ।
‘গুড নিউজ বাংলাদেশ’-এর হাত ধরে বাংলাদেশের অগ্রযাত্রার গল্প এভাবেই ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে- এটাই সবার প্রত্যাশা।




