রবিবার, অক্টোবর ৫, ২০২৫

ইসরায়েলের তীব্র বিমান হামলায় গাজা শহর ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

বহুল পঠিত

গাজা শহরে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনী শহরের উপর একের পর এক তীব্র বিমান হামলা চালাচ্ছে। মূলত আবাসিক এলাকাগুলো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। এতে শত শত হাজার মানুষ বাধ্য হয়ে ঘর ছেড়ে পালাচ্ছে। সর্বশেষ হামলায় ধ্বংস হয়েছে গাজার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ– যা ইসরায়েলের সামরিক অভিযানে বড় ধরনের নতুন ধাপে প্রবেশ নির্দেশ করে।

জাতিসংঘের বিশেষজ্ঞের অভিযোগ: “অপ্রচলিত অস্ত্র” ব্যবহার করছে ইসরায়েল

ফ্রান্সেস্কা আলবানিজে, জাতিসংঘের নিযুক্ত বিশেষ প্রতিবেদক (অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলসমূহ) অভিযোগ করেছেন, ইসরায়েল গাজা শহরের জনসংখ্যাকে জোরপূর্বক বিতাড়িত করতে অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। গাজা শহর ফিলিস্তিনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা।

লক্ষ্য করে হামলা, ধ্বংস হয়ে যাচ্ছে এলাকা

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, হামলাগুলো ছিল “অত্যন্ত তীব্র”, এবং গাজার শহরের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি হামলা হয়েছে।
প্যালেস্টাইন সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিশেষ করে জেইতুন এলাকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগস্টের শুরু থেকে শুধু এই এলাকাতেই ১৫০০টির বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি মন্ত্রীদের হামলা উদযাপন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ টানা তৃতীয় দিনের মতো সামাজিক মাধ্যমে বোমা হামলার ভিডিও পোস্ট করেছেন। একটি ভিডিওতে একটি আবাসিক টাওয়ার ধসে পড়তে দেখা যায়। তিনি এসব ভবনকে “সন্ত্রাসীদের ঘাঁটি” হিসেবে অভিহিত করলেও সেগুলোর সঙ্গে হামাসের কোনো সম্পর্কের প্রমাণ দেননি।

শিশু, সাংবাদিকসহ বহু হতাহত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা শহরে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশুও রয়েছে।

এছাড়া বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিন সাংবাদিক:

  • সাংবাদিক মোহাম্মদ আল-কুফি
  • চিত্রগ্রাহক ও প্রকৌশলী আয়মান হানিয়ে
  • নারী সাংবাদিক ইমান আল-জামিলি

এই মৃত্যু নিয়ে চলমান সংঘাতে মোট নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮০, যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।

“নিরাপদ অঞ্চল” – বাস্তবে নিরাপদ নয়

আগস্টে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহরের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে দক্ষিণের আল-মাওয়া‍সি এলাকাকে “নিরাপদ অঞ্চল” হিসেবে ঘোষণা করা হয় এবং বাসিন্দারা সেদিকে পালিয়ে যেতে বাধ্য হন।

কিন্তু বাস্তবে সেই এলাকাতেও হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আল-মাওয়াসিতে পানি, খাবার, ওষুধের চরম সংকট চলছে এবং রোগবালাই ছড়িয়ে পড়ছে

এক বাসিন্দা আল জাজিরাকে বলেন:“ওরা চারদিকেই হামলা চালাচ্ছে – স্কুল, আশ্রয়কেন্দ্র, এমনকি শাতি ক্যাম্পেও। আমার স্ত্রী ও মেয়েদের নিয়ে আমি পালিয়ে এসেছি। সামান্য কিছু জিনিস সঙ্গে এনেছি। একটা তাবুও নেই।”

সহায়তা বন্ধ, দুর্ভিক্ষের ঘোষণা

জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা (OCHA) জানিয়েছে, সম্প্রতি ১৭টি সাহায্য মিশনের মধ্যে মাত্র ৪টি ইসরায়েল অনুমোদন দিয়েছে।
এমনকি জলাধার সরবরাহের একটি মিশনও বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে উত্তর গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে Integrated Food Security Phase Classification (IPC)
খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা মানুষদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ছুড়েছে বলেও অভিযোগ উঠেছে। কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স

“আন্তর্জাতিক সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না”

জাতিসংঘের প্রতিনিধি আলবানিজে বলেন,“এই গণহত্যা সম্ভব হতো না যদি আন্তর্জাতিক অনেক সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান ইসরায়েলকে সহযোগিতা না করত।”

তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানান ইসরায়েলের দায়মুক্তি বন্ধ করতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে।

সোর্সঃ আলজাজিরা

আরো পড়ুন

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।

দেশের সব থানায় চালু হলো অনলাইন জিডি: মোবাইলেই করুন সাধারণ ডায়েরি

দেশের সব থানায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) চালু হয়েছে। এর ফলে নাগরিকরা থানায় না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজেই জিডি করতে পারবেন।

আজকের দিনের ইতিহাস: ১ অক্টোবরের স্মরণীয় মুহূর্তসমূহ

ক্যালেন্ডারের প্রতিটি দিনই এক একটি গল্প, আর ১ অক্টোবরও তার ব্যতিক্রম নয়। আধুনিক বিশ্বের রাজনীতি, মানবাধিকার এবং প্রযুক্তিকে গড়ে তোলার পেছনে যেসব ঘটনা ভূমিকা রেখেছে, তার অনেকগুলোরই সাক্ষী এই দিন। চলুন, জেনে নেওয়া যাক ১ অক্টোবরের ইতিহাস এবং ইতিহাসের পাতায় কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!