রবিবার, অক্টোবর ৫, ২০২৫

ক্রিকেটের ময়দানে বিদ্রোহ! লঙ্কানদের ছিঁড়ে খেললো টাইগাররা

বহুল পঠিত

‘এশিয়া কাপ ২০২৫’ ২০ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিট। মরুর দেশে উত্তপ্ত বাতাসে বাজলো যুদ্ধের দামামা। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেন লিটন দাস। শুরু থেকেই যেন লঙ্কানদের চোখে আগুন, হাতে ব্যাট আর মনে দম্ভ।

লঙ্কানদের অগ্নিঝরা ব্যাটিং

ওপেনিংয়ে নিসাঙ্কা-কুশলের ঝড়। পাওয়ার প্লেতে ৪৪ রান। এরপর দ্রুত উইকেট পতন হলেও দাসুন শানাকার ব্যাটে ফের উঠে দাঁড়ায় লঙ্কানরা। মাত্র ৩৭ বলে ৬৪ রান – ৩টি চার ও ৬টি ছক্কার রণহুঙ্কারে বাংলাদেশ শিবিরে আংশিক ভয় ছড়ায়। ২০ ওভারে ১৬৮ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।

বোলিংয়ে বিদ্রোহ!

মোস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত। ৩ উইকেট মাত্র ২০ রানে। মেহেদী হাসান ২৫ রানে ২ উইকেট নেন। তাসকিন ছিলেন ধারালো, শরিফুল ছিলেন ব্যয়বহুল কিন্তু সবমিলিয়ে বাংলাদেশি বোলিং আক্রমণ লঙ্কান আগ্রাসনকে অনেকটাই ঠেকিয়ে দেয়।।

আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান, ম্যাচ বর্জনের ইঙ্গিত সালমানদের!

সাইফ-হৃদয়ের আগুনজ্বলা ব্যাটিং

বাংলাদেশের জবাব ছিল বিস্ফোরক! ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ৬১ রানে লঙ্কানদের ছিন্নভিন্ন করে দেন। এরপর তাওহীদ হৃদয়ের ব্যাটে ঝড় উঠে- ৩৭ বলে ৫৮ রানে নিশ্চিত করেন ম্যাচের দিক বদল। ব্যাটিংয়ের মাঝে ছোট ছোট ধস থাকলেও, জয় ছিল দৃশ্যমান।

শেষ ওভারের নাটকীয়তা

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল হাতে গোনা কয়েক রান। জাকের আলীর ছক্কা দিয়ে শুরু হলেও তিনি আউট হন স্কোর সমতায়। এরপর শেখ মেহেদিও ফিরলে ফের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। তখন এগিয়ে আসেন নাসুম আহমেদ। এক রান নিয়ে নিশ্চিত করেন বিজয়। বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে।

সুপার ফোরে দুর্দান্ত সূচনা

গ্রুপ পর্বে দুই জয় ও এক হারে দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে এই জয় দিয়ে শুরু করলো রণকৌশল! বাংলাদেশের ক্রিকেট আবারও প্রমাণ করলো – তারা ভয় পায় না, তারা লড়াই করে, তারা বিদ্রোহ করে জেতে!

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

শ্রীলঙ্কা: ১৬৮/৭ (২০ ওভার)

শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪
মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫

বাংলাদেশ: ১৬৯/৬ (১৯.৫ ওভার)

সাইফ ৬১, হৃদয় ৫৮
জাকের ৯, লিটন ২৩

আরো পড়ুন

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি: রংপুর ও চট্টগ্রামের দাপুটে জয়

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ২০২৫ ফরম্যাটে আজ সোমবার সিলেট একাডেমি মাঠে জমজমাট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে রংপুর বিভাগ ছয় উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে, আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগ ৩০ রানের জয় তুলে নেয় রাজশাহীর বিপক্ষে।

ডেনমার্কে যুব উৎসব ২০২৫: ফুটবল টুর্নামেন্টে ‘বাংলা টাইগার’ চ্যাম্পিয়ন

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত যুব উৎসব ২০২৫ এর ফুটবল প্রতিযোগিতায় ‘বাংলা টাইগার’ দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং ‘সেকেন্ড জেনারেশন’ দল রানার্সআপ হয়েছে। ২০ সেপ্টেম্বর বেলাহয় ইসলামিক কালচারাল সেন্টারের ফুটবল মাঠে চারটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

সুপার ফোরে শ্বাসরুদ্ধকর জয়, ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠে দাঁড়াল পাকিস্তান। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ "পাকিস্তান বনাম শ্রীলংকা" এ শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ ফাইনালের দৌড়ে টিকে থাকল সালমান আফ্রিদির দল।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!