দেশজুড়ে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভূমিকম্প। সকালেই কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে থমকে গিয়েছিল স্বাভাবিক জীবন, থমকে গিয়েছিল মিরপুর টেস্টও। বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ এ ঠিক সেই মুহূর্তে তিন মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। তবে মাঠের লড়াইয়ে দুই দলের পারফরম্যান্সে কোনো কম্পন দেখা যায়নি-বরং বাংলাদেশ দেখিয়েছে প্রভাবশালী শক্তি।
৩৬৭ রানের লিডে দিনের শেষ, দারুণ অবস্থানে বাংলাদেশ
টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে বিশাল ৩৬৭ রানে। হাতে আছে ৯টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৬।
প্রথম ইনিংসে বড় লিডের পর আবারও দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। চা বিরতির আগেই তারা ৪১ রান তুলে ফেলেন। পরে জুটির শতরান আসে ১৫২ বলে।
৬০ রান করে আউট হন জয়, তবে সাদমান ১১০ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। তার সঙ্গে ছিলেন মুমিনুল হক (১৯*)।
আয়ারল্যান্ডের লড়াই, কিন্তু ব্যাকফুটে টেস্ট নবীনরা
৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড ছিল তাড়াতাড়ি অলআউট হওয়ার শঙ্কায়। কিন্তু লর্কান টাকার ও স্টিভেন ডোহেনি দারুণ ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন।
১০৪ বলে ফিফটি করেন টাকার। ৮১ রানের জুটি ভাঙে তাইজুল ইসলামের চমৎকার ডেলিভারিতে। ৪৬ রানে বোল্ড হন ডোহেনি। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড।
সবচেয়ে উজ্জ্বল ছিলেন টাকার। ১৭১ বল খেলে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। এর বাইরে সম্ভাবনার ঝলক দেখান তরুণ জর্ডান নিল (৪৯)।
তাইজুলের রেকর্ড, সাকিবকে স্পর্শ
বাংলাদেশের বোলিং আক্রমণকে সামনে রেখে বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড।
৪ উইকেট নিয়ে তাইজুল ইসলাম স্পর্শ করেছেন সাকিব আল হাসানের সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ড।
ইবাদত, খালেদ, মুরাদ ও মিরাজও পেয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।
ভূমিকম্পে ম্যাচ থেমে যায় তিন মিনিট
দিনের ১১টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ায় খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। খেলোয়াড়, আম্পায়ার ও মাঠকর্মীরা কিছুক্ষণ থমকে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরু হয়।
মাঠে ফিরে বাংলাদেশ আবার দাপট দেখায় ব্যাটে-বলে।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫ (টাকার ৭৫*, ডোহেনি ৪৬, নিল ৪৯)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৫৬/১ (জয় ৬০, সাদমান ৬৯*)
সামনের পথ
আরও ৩৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। হাতে ৯ উইকেট।
ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আয়ারল্যান্ডকে পুরো ম্যাচে টিকে থাকতে হলে প্রয়োজন অসাধারণ ব্যাটিং ও দৃঢ়তা।