শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ: দাপুটে জয়ে সিরিজ দখল!

বহুল পঠিত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো। মুশফিকুর রহিমের শততম টেস্টের দিনে দুর্দান্ত জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ২১৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

ম্যাচের পরিস্থিতি: শেষ দিনে কঠিন লড়াই

চতুর্থ দিনের শেষে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে ছিল। ৫০৯ রানের টার্গেট তাড়া করা আইরিশদের জন্য ম্যাচ বাঁচানোই ছিল প্রধান লক্ষ্য। বাংলাদেশও ভরসা করছিল শেষ দিনের বোলিং আক্রমণের ওপর।

দিনের শুরুতেই তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেট পূরণের গৌরব অর্জন করেন।

আইরিশদের জেদি প্রতিরোধ

প্রথম সেশন থেকেই লড়াইয়ের ইঙ্গিত দেয় আয়ারল্যান্ড।

  • সপ্তম উইকেটে ৮৫ বলে ৪৮ রানের পার্টনারশিপ
  • এরপর অষ্টম উইকেটে ১৯১ বলে ৫৪ রানের জুটি

এই দুই জুটিই বাংলাদেশের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়।
সবচেয়ে বেশি ভোগান কার্টিস ক্যামফার—

  • ২৫৯ বল খেলে ৭১ রান, সত্যিকারের ম্যারাথন ইনিংস
  • তাঁর ব্যাটে ড্রয়ের সম্ভাবনাও দেখা দিয়েছিল

হাসান মুরাদের জোড়া আঘাতে স্বস্তি

এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ স্পিনার হাসান মুরাদ।

  • প্রথমে হোয়িকে (৩৭) ফেরান
  • পরে ম্যাথিউ হামফ্রিসকে প্রথম বলেই বোল্ড করে ম্যাচ শেষ করেন

তাইজুল ও মুরাদ দুজনেই নেন ৪টি করে উইকেট, যা বাংলাদেশের জয়ের ভিত্তি রচনা করে।

ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট

বাংলাদেশের জয় নিশ্চিত হয় মূলত প্রথম দুই ইনিংসের ব্যাটিং দৃঢ়তার মাধ্যমে।

প্রথম ইনিংস

বাংলাদেশ তোলে ৪৭৮ রান

  • লিটন দাস – ১২৮
  • মুশফিকুর রহিম – ১০৬
    তাইজুলের ৪ উইকেটের ওপর ভর করেই বাংলাদেশ আইরিশদের থামায় ২৬৫ রানে

দ্বিতীয় ইনিংস

বাংলাদেশ আরও শক্তিশালী ব্যাটিং দেখায়-

  • মুমিনুল হক – ৮৭
  • সাদমান ইসলাম – ৭৮
  • মাহমুদুল হাসান জয় ও মুশফিক – ফিফটি

মোট ২৯৭/৪ তুলে ৫০৮ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

শেষ ইনিংসে আয়ারল্যান্ডের লড়াই ব্যর্থ

যদিও আইরিশরা শেষ ইনিংসে ২৯১ রান করে লড়াই করেছিল-

  • ক্যামফার ৭১
  • টেক্টর ৫০

তবুও বাংলাদেশের বোলারদের দাপটের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ৪৭৮/১০ (লিটন ১২৮, মুশফিক ১০৬)
আয়ারল্যান্ড ২৬৫/১০ (টাকার ৭৫*; তাইজুল ৪/৭৬)
বাংলাদেশ ২৯৭/৪ (মুমিনুল ৮৭, সাদমান ৭৮)
আয়ারল্যান্ড ২৯১/১০ (ক্যামফার ৭১; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)

ফল: বাংলাদেশ জয়ী – ২১৭ রানে
সিরিজ: বাংলাদেশ ২-০

ম্যাচের আলোচনায় মুশফিকুর রহিমের শততম টেস্ট

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম তাঁর শততম টেস্টকে স্মরণীয় করে রেখেছেন-

  • প্রথম ইনিংসে সেঞ্চুরি
  • দ্বিতীয় ইনিংসে ফিফটি
  • দলের জয়ে বড় অবদান

এমন পারফরম্যান্স তাঁকে আবারও প্রমাণ করেছে “মিস্টার ডিপেন্ডেবল” হিসেবে।

এই সিরিজ জয়ে শুধু বাংলাদেশের আত্মবিশ্বাসই বাড়েনি, বরং নতুন প্রজন্মের শরীরেও দেখা গেছে দাপট-হাসান মুরাদ, মাহমুদুল হাসান জয়, সাদমান, সবাই অবদান রেখেছেন।

মুশফিকুর রহিমের শততম টেস্টকে বিজয়ে পরিণত করে বাংলাদেশ দল প্রমাণ করেছে- টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা এখন তাদের শক্তি হয়ে উঠছে।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ