শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

চট্টগ্রামকে উড়িয়ে ৭ উইকেটের বড় জয় পেল রংপুর রাইডার্স

বহুল পঠিত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের একাদশ আসরের শুরুতেই শক্তির মহড়া দিল রংপুর রাইডার্স। বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সের পর লিটন দাস ও ডেভিড মালানের ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামের দেওয়া ১০৩ রানের মামুলি লক্ষ্য রংপুর টপকে গেছে ৩০ বল হাতে রেখেই।

ফাহিম আশরাফের ‘ফাইভ স্টার’ পারফরম্যান্স

ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক সোহান। কিন্তু ইনিংসের প্রথম বলেই নাহিদ রানার শিকার হয়ে সাজঘরে ফেরেন চট্টগ্রামের ওপেনার অ্যাডাম রশিংটন। এরপর মোহাম্মদ নাঈম শেখ ৩৯ (২০ বল) এবং মির্জা বেগ ২০ (২৪ বল) রান করে প্রতিরোধের চেষ্টা করলেও রংপুরের পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রামের ইনিংস। ফাহিম একাই তুলে নেন ৫টি উইকেট। মুস্তাফিজের ২ উইকেটের পাশাপাশি বোলারদের দাপটে চট্টগ্রাম মাত্র ১০২ রানেই গুটিয়ে যায়।

লিটন-মালানের ব্যাটে সহজ জয়

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেন লিটন কুমার দাস ও ইংলিশ তারকা ডেভিড মালান। লিটন মাত্র ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেও তার ৩১ বলে ৪৭ রানের ইনিংসটি রংপুরের জয়ের ভিত গড়ে দেয়। অন্যদিকে, ৪৮ বলে ৫১ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে জয় সহজ করেন মালান। লিটন-মালান দ্রুত বিদায় নিলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

  • চট্টগ্রাম রয়্যালস: ১০২/১০ (১৮.৪ ওভার); নাঈম ৩৯, মির্জা বেগ ২০। (ফাহিম আশরাফ ৫/১৪, মুস্তাফিজ ২/১৮)।
  • রংপুর রাইডার্স: ১০৭/৩ (১৫ ওভার); মালান ৫১, লিটন ৪৭।
  • ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ