২৪/৭ প্রাথমিক ও মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে কারখানার ভেতরেই
বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য সার্বক্ষণিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে একটি যুগান্তকারী ডিজিটাল হাসপাতাল পাইলট প্রকল্প।
এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), আইসিটি-সক্ষম স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম অলওয়েল বিডি লিমিটেড এবং শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মা পিএলসি-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বিজিএমইএ’র পক্ষে সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, অলওয়েল বিডি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মুজাহিদুল হক আবুল হাসানাত এবং নুভিস্তা ফার্মা পিএলসির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এস এম রব্বুর রেজা এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান।
এছাড়াও উপস্থিত ছিলেন-
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও বিজিএমইএ’র সাবেক প্রশাসক মো. আনোয়ার হোসেন
- বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী
- পরিচালক শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম
- অলওয়েল-এর সিইও ফরহাদ আহমেদ
সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কী সুবিধা দেবে এই ডিজিটাল হাসপাতাল?
এই সমঝোতার আওতায়-
- অলওয়েল সরবরাহ করবে ২৪/৭ ডিজিটাল জেনারেল প্র্যাকটিশনার (GP) পরামর্শ
- ফলোআপ চিকিৎসা ও সুরক্ষিত ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড (EHR) ব্যবস্থাপনা
- মানসিক স্বাস্থ্য সহায়তা ও টেলিমেডিসিন সেবা
অন্যদিকে নুভিস্তা ফার্মা প্রকল্পে সহ-অর্থায়ন করবে এবং একটি রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলবে, যার মাধ্যমে বিশেষ করে স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।
কতজন শ্রমিক উপকৃত হবেন?
প্রাথমিকভাবে ৫ হাজার পোশাক শ্রমিক এই পাইলট প্রকল্পের আওতায় আসবেন।
তিন মাস পর আরও ৫ হাজার কর্মীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পর্যায়ক্রমে সব কারখানাকে এই ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নেতৃবৃন্দের বক্তব্য
বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন,
“শ্রমিক কল্যাণে উদ্ভাবনী ও কার্যকর স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারখানার ভেতরে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারলে এটি সত্যিকার অর্থেই যুগান্তকারী ভূমিকা রাখবে।”
নুভিস্তা ফার্মার এমডি এস এম রব্বুর রেজা বলেন,
“শ্রমিকদের সুস্থ রাখতে পুষ্টি ও স্বাস্থ্যসেবায় এই ত্রিপক্ষীয় উদ্যোগ পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।”
অলওয়েল বিডির চেয়ারম্যান মুজাহিদুল হক আবুল হাসানাত বলেন,
“আমাদের লক্ষ্য-যে কোনো সময়, যে কোনো স্থান থেকে প্রযুক্তিনির্ভর দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।”
শ্রমিক স্বাস্থ্য = উৎপাদনশীলতা
অনুষ্ঠানে বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন,
“শ্রমিকদের ভালো স্বাস্থ্য মানেই ভালো উৎপাদন। বিজিএমইএ’র এই উদ্যোগ অন্য খাতগুলোর জন্যও অনুকরণীয়।”