শনিবার, অক্টোবর ৪, ২০২৫

ডাকসুতে শিবিরের জয়- ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায়

বহুল পঠিত

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট”। ভাইস-প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) এই তিনটি শীর্ষ পদেই তারা বিজয় অর্জন করে নতুন ইতিহাস গড়েছে।

ডাকসুতে শিবিরের জয়ের ফলাফল

  • ভিপি পদে আবু শাদিক কায়েম পেয়েছেন প্রায় ১৪,০৪২ ভোট, যা প্রতিদ্বন্দ্বীর তুলনায় তিন গুণেরও বেশি।
  • জিএস পদে এস এম ফারহাদ পেয়েছেন প্রায় ১০,৭৯৪ ভোট।
  • এজিএস পদে জয়লাভ করেন মহিউদ্দিন খান, ফলে পূর্ণ প্যানেল বিজয়ের গৌরব অর্জন করে শিবির সমর্থিত জোট।

ব্যাপক ভোটার উপস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮১০টি বুথে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৭০ শতাংশের বেশি ভোটার ভোট প্রদান করেন। কার্জন হল ও উদয়ন স্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি ছিল, কিছু হলে উপস্থিতি পৌঁছায় ৮৭% পর্যন্ত।

শান্তিপূর্ণ নির্বাচন ও নতুন সূচনা

দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের এমন উদ্দীপনা নজিরবিহীন। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ছাত্ররাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

নির্বাচনের ফলাফল এক নজরে

পদবিজয়ীপ্রাপ্ত ভোটবিশেষ দিক
ভাইস-প্রেসিডেন্টআবু শাদিক কায়েম১৪,০৪২বিশাল ব্যবধানে জয়
জেনারেল সেক্রেটারি (জিএস)এস এম ফারহাদ১০,৭৯৪নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
এজিএসমহিউদ্দিন খানপূর্ণ প্যানেল জয়
ভোটার উপস্থিতি৭০%+ঐতিহাসিক অংশগ্রহণ
নির্বাচন পরিবেশস্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট

ডাকসুতে শিবিরের জয় শুধু সংখ্যাগত জয় নয়, বরং ছাত্ররাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই ফলাফল ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

স্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প নারী ও শিশুদের জন্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বনানী থানার সরকারি তিতুমীর কলেজের সামনে দলীয় কার্যালয়ে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প (ফ্রি মেডিকেল ক্যাম্প নারীদের জন্য) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে শত শত নারী ও শিশু বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

৩ অক্টোবরের ঐতিহাসিক মুহূর্ত: স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি

৩ অক্টোবরের ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসের পাতায় জেগে ওঠে বহু ঘটনার স্মৃতি।একেক বছর এই তারিখে রচিত হয়েছে রাষ্ট্রের ভাগ্য, আর মানুষ পেয়েছে নতুন কিছু উপলব্ধির...

ঘরেই হোক পার্লার-স্টাইল যত্ন, হাত-পায়ে ফুটে উঠুক সৌন্দর্যের ঝলক!

ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেকেই নিজেদের যত্ন নিতে পারেন না। বিশেষ করে হাত ও পায়ের যত্ন নিতে হলে ভাবতে হয় পার্লারে যাওয়া, সময় দেওয়া, আর খরচের কথা। কিন্তু যদি বলি, আপনি ঘরেই খুব সহজে পেশাদার মানের ম্যানিকিউর ও পেডিকিউর করতে পারেন?
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!