বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

গভীর সমুদ্রে গবেষণায় জোর প্রধান উপদেষ্টার: মিলল ৬৫ নতুন প্রজাতির সন্ধান, টুনা মাছের বিপুল সম্ভাবনা

বহুল পঠিত

বাংলাদেশের নীল অর্থনীতি বা ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে গভীর সমুদ্রে গবেষণা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত একটি বিশেষ জরিপ ও গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ গুরুত্বারোপ করেন।

অত্যাধুনিক গবেষণা জাহাজ ‘আর ভি ড. ফ্রিডটজফ ন্যানসেন’-এর মাধ্যমে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের সমুদ্রসীমার বৈচিত্র্যময় ও আশাব্যঞ্জক সব তথ্য। তবে একইসঙ্গে সামুদ্রিক ভারসাম্য রক্ষা ও দূষণ রোধে জানানো হয়েছে বিশেষ সতর্কতা।

গবেষণার চমকপ্রদ তথ্য: নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণী

বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী জানান, গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে বাংলাদেশের জলসীমায় নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া গভীর সমুদ্রে টুনা মাছের ব্যাপক আধিক্য ও বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে।

বড় পাওয়া: সুন্দরবনের নিচে ‘ফিশিং নার্সারি’

গবেষণার অন্যতম বড় সাফল্য হলো সুন্দরবনের তলদেশে একটি প্রাকৃতিক ‘ফিশিং নার্সারি’ বা মাছের প্রজননক্ষেত্রের সন্ধান পাওয়া। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এই নার্সারিটি সংরক্ষণের জন্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।

বাড়ছে সক্ষমতা: যুক্ত হচ্ছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ

গবেষণার সক্ষমতা বাড়াতে একটি বড় সুখবর দেওয়া হয়েছে বৈঠকে। যুক্তরাজ্যের রয়্যাল নেভির বহুমুখী হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভে ভেসেল ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এটি যুক্ত হলে সমুদ্রের তলদেশের গভীরতা ও সামুদ্রিক তথ্য সংগ্রহ আরও সহজ হবে।

উদ্বেগ ও সতর্কতা: প্লাস্টিক দূষণ ও ওভারফিশিং

গবেষণায় কিছু উদ্বেগের চিত্রও ফুটে উঠেছে:

  • সমুদ্রের ২০০০ মিটার গভীরতাতেও প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
  • অতিরিক্ত মৎস্য আহরণ বা ‘ওভারফিশিং’-এর কারণে বড় মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে।
  • গভীর সমুদ্রে জেলি ফিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা মূলত ইকোসিস্টেমের ভারসাম্যহীনতার লক্ষণ।
  • আগ্রাসী ‘সোনার’ (SONAR) পদ্ধতির মাধ্যমে মাছ ধরায় স্বল্প গভীর পানিতে মাছ কমে যাচ্ছে, যা সাধারণ জেলেদের ক্ষতিগ্রস্ত করছে।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা গবেষণার তথ্যগুলো কাজে লাগিয়ে টেকসই সমুদ্র ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সূত্র: বনিক বার্তা

আরো পড়ুন

জুলাই বিপ্লবের বীরদের জন্য আসছে ঐতিহাসিক ‘দায়মুক্তি অধ্যাদেশ’!

ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার কারিগরদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সরকার একটি বিশেষ ‘দায়মুক্তি অধ্যাদেশ’ (Indemnity Ordinance) প্রণয়ন করতে যাচ্ছে।

রাজধানীতে ‘জুলাই বীর সম্মাননা’: ১২০০ যোদ্ধা ও সাংবাদিককে বিশেষ স্মারক প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা এবং আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য 'জুলাই বীর সম্মাননা' অনুষ্ঠান। আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সাহসী সাংবাদিকদের বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ড. ইউনূসের ডাক: গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান

একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐতিহাসিক এক সিদ্ধান্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি সম্ভাব্য গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ড. ইউনূসের মতে, এটি কেবল একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র সংস্কারের এক বড় সুযোগ।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ