শনিবার, অক্টোবর ৪, ২০২৫

ইসরায়েলি হামলায় নিহত যমজ শিশুসহ অন্তত ১৭ ফিলিস্তিনি: আলজাজিরা

বহুল পঠিত

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম “আলজাজিরা” জানিয়েছে, আজ সকালে গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ছয় বছর বয়সী যমজ শিশুসহ অন্তত ১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একের পর এক বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর, ফলে আবারও হাজারো মানুষকে ঘরছাড়া হতে হয়েছে।

নেতানিয়াহুর স্পষ্ট নির্দেশনা নেই: ইসরায়েলি সেনা কর্মকর্তা

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির ইসরায়েলি পার্লামেন্টের এক সাব-কমিটিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ভবিষ্যৎ নিয়ে সেনাবাহিনীকে কোনো পরিষ্কার দিকনির্দেশনা দেননি।

তিনি বলেন, “যদি সামরিক সরকার চান, তবে স্পষ্ট করে জানানো উচিত। কিন্তু এখনো আমরা জানি না কী প্রস্তুতি নিতে হবে।”

গাজায় আবারো বিমান হামলা: একই পরিবারে ১০ নিহত

গাজার আল-জালা স্ট্রিটে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জরুরি সেবা সূত্রে জানা গেছে।

স্বাধীন ফিলিস্তিনের পথে ঐকমত্য: জাতিসংঘে বিপুল সমর্থন

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সংহতি বার্তা

দোহায় আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি সম্মেলনের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইরান কাতারসহ সমগ্র মুসলিম বিশ্বে গাজার পাশে রয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ত্রাণশিবিরে হামলায় নিহত আরও সাতজন

গাজার পশ্চিমে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন শিশু-সহ সাতজন নিহত হয়েছে।

বেথলেহেমে সেনা অভিযানে তল্লাশি

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম গভর্নরেটে একাধিক স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ও কারখানা ভাঙচুর করেছে ইসরায়েলি বাহিনী।

কাতারের প্রধানমন্ত্রীর ক্ষোভ

দোহায় আরব ও ইসলামিক দেশগুলোর বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘দ্বিমুখী নীতি’ পরিহার করে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

গাজার কেন্দ্রে গুলিতে নিহত এক যুবক

আল-মুঘরাকা এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন বলে আল-আওদা হাসপাতাল সূত্রে জানা গেছে।

গাজা থেকে অজানার পথে মানুষের স্রোত

গাজা সিটিতে তীব্র বোমাবর্ষণের পর হাজারো মানুষ নিরাপত্তার আশায় আল-মাওয়াসি অঞ্চলের দিকে পলায়ন করছে। অনেকেই এটিকে “অজানার পথে যাত্রা” বলে বর্ণনা করেছেন।

আরো পড়ুন

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।

আজকের দিনের ইতিহাস: ১ অক্টোবরের স্মরণীয় মুহূর্তসমূহ

ক্যালেন্ডারের প্রতিটি দিনই এক একটি গল্প, আর ১ অক্টোবরও তার ব্যতিক্রম নয়। আধুনিক বিশ্বের রাজনীতি, মানবাধিকার এবং প্রযুক্তিকে গড়ে তোলার পেছনে যেসব ঘটনা ভূমিকা রেখেছে, তার অনেকগুলোরই সাক্ষী এই দিন। চলুন, জেনে নেওয়া যাক ১ অক্টোবরের ইতিহাস এবং ইতিহাসের পাতায় কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল।

সেপ্টেম্বরের শেষ দিনে ইতিহাসের সোনালী অধ্যায়(৩০ সেপ্টেম্বর) 

প্রতিটি দিনই ইতিহাসের পাতায় নিজস্ব একটি স্থান দখল করে আছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন, ৩০ সেপ্টেম্বর, তেমনই কিছু ঘটনার সাক্ষী যা বিশ্ব ইতিহাসকে প্রভাবিত করেছে গভীরভাবে। চলুন জেনে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!