দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষ হলো। অবশেষে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এই ঐতিহাসিক জকসু নির্বাচনের ফলাফল এ নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ফলে দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন নেতৃত্বের বলয়।
ভিপি পদে রিয়াজুল ও জিএস পদে আরিফের জয়
নির্বাচনী ফলাফলে দেখা যায়, ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। অর্থাৎ, ৮৭০ ভোটের ব্যবধানে রিয়াজুল প্রথম ভিপি হিসেবে নির্বাচিত হলেন। অন্যদিকে, জিএস পদে আব্দুল আলীম আরিফ ৫,৪৭৫ ভোট পেয়ে বিশাল জয় নিশ্চিত করেছেন। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিচ্ছে।
প্যানেল ভিত্তিক ফলাফলের চিত্র
ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ২১টি পদের মধ্যে অধিকাংশ পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ জয়ী হয়েছে। বিশেষ করে এজিএস পদে মাসুদ রানা ৫,০২০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া ১১টি সম্পাদকীয় পদের মধ্যে ৮টি পদেই শিবিরের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে ছাত্রদল সমর্থিত প্যানেল ৩টি সম্পাদকীয় পদে জয়ী হয়ে তাদের অবস্থান জানান দিয়েছে।
হল সংসদেও নারী নেতৃত্বের জয়জয়কার
কেন্দ্রীয় সংসদের পাশাপাশি একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ সংসদের ফলাফলও প্রকাশিত হয়েছে। এই হলের শীর্ষ তিনটি পদেই জয়লাভ করেছে শিবিরের নারী প্রার্থীরা। ভিপি পদে জান্নাতুল উম্মি তারিন এবং জিএস পদে সুমাইয়া তাবাসসুম নির্বাচিত হয়েছেন। ফলে হলের আবাসিক ছাত্রীদের মধ্যেও এখন বিজয়ের আনন্দ বিরাজ করছে।
জকসু নির্বাচনের ফলাফল: ভোট গণনা ও দীর্ঘ প্রতীক্ষা
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর এই চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। মূলত ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনায় দীর্ঘ সময় ব্যয় হয়েছে। তবে বুধবার গভীর রাতে ফল ঘোষণার পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।