গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তন। জীবনের নতুন ধাপে পা রাখা ৩,৩২২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে অর্জিত কাঙ্ক্ষিত ডিগ্রি। রঙিন গাউন আর হ্যাট পরে উল্লাসে মেতে ওঠা এই তরুণদের চোখে ছিল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন।
গ্র্যাজুয়েটদের পরিসংখ্যান ও অর্জন
এবারের সমাবর্তনে মোট ২,৬৪৬ জন স্নাতক (Undergraduate) এবং ৬৭৬ জন স্নাতকোত্তর (Graduate) শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলের জন্য ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক। এর মধ্যে ২ জন চ্যান্সেলর’স এবং ৮ জন ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন।
জুলাই অভ্যুত্থানের বীরত্বে শ্রদ্ধার্ঘ্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে এনএসইউ শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, “সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা কেবল ডিগ্রি নাওনি, তোমরা সাহসের উদাহরণ সৃষ্টি করেছ।”
বৈশ্বিক নেতৃত্বে এনএসইউ গ্র্যাজুয়েটরা
সমাবর্তন বক্তা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এনএসইউ গ্র্যাজুয়েটরা আজ লন্ডন থেকে টরন্টো পর্যন্ত বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছেন।” তবে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিদ্যমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে বেকারত্ব ও সামাজিক অবক্ষয় দূর করার ওপর জোর দেন।
শিকড় না ভোলার আহ্বান
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের সততা ও সহমর্মিতার সাথে দেশ গড়ার আহ্বান জানান। তাঁরা মনে করিয়ে দেন, এই ডিগ্রি কেবল একটি সনদ নয়, বরং এটি রাষ্ট্র ও সমাজের প্রতি এক বিশাল দায়িত্ব।