বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) ২৬তম সমাবর্তন: ডিগ্রি পেলেন ৩৩২২ গ্র্যাজুয়েট

বহুল পঠিত

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তন। জীবনের নতুন ধাপে পা রাখা ৩,৩২২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে অর্জিত কাঙ্ক্ষিত ডিগ্রি। রঙিন গাউন আর হ্যাট পরে উল্লাসে মেতে ওঠা এই তরুণদের চোখে ছিল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন।

গ্র্যাজুয়েটদের পরিসংখ্যান ও অর্জন

এবারের সমাবর্তনে মোট ২,৬৪৬ জন স্নাতক (Undergraduate) এবং ৬৭৬ জন স্নাতকোত্তর (Graduate) শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলের জন্য ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক। এর মধ্যে ২ জন চ্যান্সেলর’স এবং ৮ জন ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন।

জুলাই অভ্যুত্থানের বীরত্বে শ্রদ্ধার্ঘ্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে এনএসইউ শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, “সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা কেবল ডিগ্রি নাওনি, তোমরা সাহসের উদাহরণ সৃষ্টি করেছ।”

বৈশ্বিক নেতৃত্বে এনএসইউ গ্র্যাজুয়েটরা

সমাবর্তন বক্তা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এনএসইউ গ্র্যাজুয়েটরা আজ লন্ডন থেকে টরন্টো পর্যন্ত বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছেন।” তবে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিদ্যমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে বেকারত্ব ও সামাজিক অবক্ষয় দূর করার ওপর জোর দেন।

শিকড় না ভোলার আহ্বান

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের সততা ও সহমর্মিতার সাথে দেশ গড়ার আহ্বান জানান। তাঁরা মনে করিয়ে দেন, এই ডিগ্রি কেবল একটি সনদ নয়, বরং এটি রাষ্ট্র ও সমাজের প্রতি এক বিশাল দায়িত্ব।

আরো পড়ুন

জকসু নির্বাচনের ফলাফল : ভিপি ও জিএসসহ শিবিরের প্রার্থীদের ভুমিধস জয়!

দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষ হলো। অবশেষে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ফলে দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন নেতৃত্বের বলয়।

ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা: ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে eTIF আপডেট বাধ্যতামূলক

নতুন শিক্ষা বছরের প্রস্তুতি ও বোর্ডের আদেশ আগামী ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ...

জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ৬ কেন্দ্রে ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষের পথে। ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ঘোষিত ৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদে দাপট দেখাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটে এগিয়ে রয়েছেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ