বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান, ম্যাচ বর্জনের ইঙ্গিত সালমানদের!

বহুল পঠিত

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন তুঙ্গে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া হোক। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে-পিসিবির অভিযোগের কোনও ভিত্তি নেই, এবং পাইক্রফটই থাকছেন দায়িত্বে।

ভারতের পক্ষপাতিত্বের অভিযোগে বিস্ফোরক পাকিস্তান

আইসিসির রায় প্রকাশের পর পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিসহ একাধিক সূত্র জানিয়েছে, আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, রেফারি পাইক্রফটের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ তোলা হয়েছিল, তা ভিত্তিহীন।

ফলে পাকিস্তান-আমিরাত ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮:৩০টায় (বাংলাদেশ সময়)।

করমর্দন না করায় ঘোলাটে পরিস্থিতি

বিতর্কের সূত্রপাত হয় পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ শেষে। ম্যাচ পরবর্তী সৌজন্য করমর্দনের সময় সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। যদিও আইসিসির নিয়মে করমর্দন বাধ্যতামূলক নয়, তবুও এটি ছিল দৃষ্টিকটূ আচরণ বলে অভিযোগ পিসিবির।

অভিযোগ আরও গুরুতর হয়, যখন জানা যায় টসের সময় ম্যাচ রেফারি পাইক্রফট নিজেই পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাকে ভারতের অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে করমর্দন না করার পরামর্শ দেন।

ম্যাচ বর্জনের হুমকি ও সম্ভাব্য পরিণতি

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এমনকি তারা আরব আমিরাতের বিপক্ষে পরবর্তী ম্যাচ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে। যদি তারা সত্যিই ম্যাচ বর্জন করে, তবে ওয়াকওভার পেয়ে যাবে আরব আমিরাত, যারা সরাসরি চলে যাবে সুপার ফোরে।

এই অবস্থায় পাকিস্তানের এশিয়া কাপ অভিযান এখানেই থেমে যেতে পারে, কারণ গ্রুপ ‘এ’-তে ভারতের ৪ পয়েন্ট নিশ্চিত, নেট রানরেট ‍+৪.৭৯৩। অন্যদিকে, পাকিস্তান ও আমিরাতের রয়েছে ২ পয়েন্ট করে। পাকিস্তানের নেট রানরেট ‍+১.৬৪৯ এবং আমিরাতের -২.০৩০।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুক্রবার, আবুধাবিতে অনুষ্ঠিত হবে ভারত ও ওমানের মধ্যে। এখন দেখার বিষয় পাকিস্তান ম্যাচে নামে, নাকি ম্যাচ বর্জন করে বিতর্ককে আরও জটিল করে তোলে।

আরো পড়ুন

স্কটল্যান্ডের ২৮ বছর পর বিশ্বকাপ যাত্রা: ডেনমার্ককে হারিয়ে ঐতিহাসিক জয়

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন বাস্তবে স্কটল্যান্ড ফুটবল দল অবশেষে ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ডেনমার্ককে ৪-২...

রুবাবা দৌলা: বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারপারসন, ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে রুবাবা দৌলার নিয়োগের মাধ্যমে। তিনি বিসিবির দ্বিতীয়...

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বিক্রি করবে এফ‑৩৫ যুদ্ধবিমান: ২০২৫ প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা সৌদি আরবকে এফ‑৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ