বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

সুপার ফোরে শ্বাসরুদ্ধকর জয়, ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

বহুল পঠিত

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠে দাঁড়াল পাকিস্তান। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ “পাকিস্তান বনাম শ্রীলংকা” এ শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ ফাইনালের দৌড়ে টিকে থাকল সালমান আফ্রিদির দল।

এই জয়ে সুপার ফোরে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান।
অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে শ্রীলংকা।

আফ্রিদির ঘূর্ণিতে কাঁপল লংকান টপ অর্ডার

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলংকা। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি শিকার করেন ওপেনার নিশাঙ্কা (৮) ও কুশল মেন্ডিস (০)-কে।
কিছুটা প্রতিরোধ গড়তে এলেও দলীয় ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে হারে ধাক্কা খায় লংকানরা।চাপের মুখে নেতৃত্ব দিতে ব্যর্থ হন অধিনায়ক আসালঙ্কা (২০) ও শানাকা (০)। হাসারাঙ্গা (১৫) ফিরলে দলীয় ৮০ রানে সপ্তম উইকেট পড়ে যায়।

এরপর একমাত্র প্রতিরোধ গড়েন কামিন্দু মেন্ডিস, যিনি খেলেন ৪৪ বলে ৫০ রানের ধৈর্যশীল ইনিংস।
শেষদিকে চামিকা করুনারত্নের (১৭*) ব্যাটে দলীয় সংগ্রহ পৌঁছায় ১৩৩/৮-এ।

আফ্রিদি ৩ উইকেট, এবং হুসেন তালাত ও হারিস রউফ ২টি করে উইকেট তুলে নেন।

উড়ন্ত সূচনা, কিন্তু হঠাৎ ধস – এরপর তালাত-নাওয়াজের জাদু

জবাবে পাকিস্তান ইনিংস শুরু করে আত্মবিশ্বাসীভাবে।
ওপেনার শাহিবজাদা ফারহান (২৪) ও ফখর জামান (১৭) পাঁচ ওভারে এনে দেন ৪৩ রানের জুটি।

তবে থিকশানা ও হাসারাঙ্গার স্পিনে হঠাৎই ধস নামে।এক ওভারে দুই ওপেনারকে ফেরান থিকশানা, আর পরের ওভারে হাসারাঙ্গা ফেরান সালমান আঘা (৫) ও সাইম আইয়ুব (২)-কে।
৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

নাওয়াজ-তালাত: চাপের মুখে শীতল মাথার কাব্য

চাপের মুহূর্তে মোহাম্মদ নাওয়াজ ও হুসেন তালাত দেখালেন অভিজ্ঞতা ও ধৈর্য্যের নিখুঁত মিশেল।
একদিকে তালাত ছিলেন নির্ভরতার প্রতীক, অন্যদিকে নাওয়াজ ছিলেন আগ্রাসী অথচ হিসেবি।

ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার গড়েন ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি, যা পাকিস্তানকে এনে দেয় ম্যাচের জয়।

নাওয়াজ ২৪ বলে ৩৮ রানে অপরাজিত, মারেন ৩টি চার ও ৩টি ছক্কা।
তালাত ৩০ বলে ৩২ রান করে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন মাথা উঁচু করে।

জয় আসে ২ ওভার হাতে রেখে, এবং পাকিস্তানের শিবিরে ছড়িয়ে পড়ে স্বস্তি ও আশাবাদের আলো।

পাকিস্তান বনাম শ্রীলংকা ম্যাচের বিশ্লেষণ:

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে শুরু হলেও, পাকিস্তান প্রমাণ করল তারা এখনও ফাইনালের লড়াইয়ে আছে। আফ্রিদির আগুনঝরা বোলিং আর তালাত-নাওয়াজের শীতল ব্যাটিং একসঙ্গে মিলেছে এক কাব্যিক জয়গাথায়। শ্রীলংকার জন্য এই হার মানে আরও একটি অঙ্কের খেলায় ঢুকে পড়া। তাদের ফাইনালের টিকিট এখন অনেকটাই ঝুঁকির মুখে।

আরো পড়ুন

স্কটল্যান্ডের ২৮ বছর পর বিশ্বকাপ যাত্রা: ডেনমার্ককে হারিয়ে ঐতিহাসিক জয়

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন বাস্তবে স্কটল্যান্ড ফুটবল দল অবশেষে ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ডেনমার্ককে ৪-২...

রুবাবা দৌলা: বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারপারসন, ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে রুবাবা দৌলার নিয়োগের মাধ্যমে। তিনি বিসিবির দ্বিতীয়...

মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ: ঐতিহাসিক দিন

১৯ নভেম্বর ২০২৫, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ