বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এ সপ্তাহটি রূপ নিয়েছে উৎসবের রঙে। একসাথে মুক্তি পেয়েছে তিনটি ভিন্ন ধারার সিনেমা- স্বপ্নে দেখা রাজকন্যা ও সাবা এবং উদীয়মান সূর্য । প্রতিটি ছবিই ভিন্ন স্বাদ ও গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত রোমান্স ও ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়ার অভিনীত ছবিটির শুটিং হয়েছিল কোভিড মহামারির সময়, ২০২০ সালে। পাঁচ বছর পর অবশেষে আলোর মুখ দেখলো চলচ্চিত্রটি। ছবিতে আরও আছেন আলী রাজ, মারুফ আকিব, রেবেকা এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন আলী।
‘সাবা’
মেহজাবীন চৌধুরীর বহুল আলোচিত সিনেমা ‘সাবা’ এখন চলছে দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, মিরপুর, এসকেএস শাখা), যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং বগুড়ার মম ইন থিয়েটার। মাকসুদ হোসাইন পরিচালিত ও নব্বই মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্পে রয়েছে এক মা ও মেয়ের সংগ্রাম। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য পাওয়া ‘সাবা’ ঘুরেছে টরন্টো, বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাসসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কারও অর্জন করেছে।
‘উদীয়মান সূর্য’
এসএম শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘উদীয়মান সূর্য’ চলছে দেশের সাতটি প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহানসহ অনেকে। সিনেমাটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেওয়া প্রেম, ত্যাগ ও সংগ্রামের কাহিনি।
একই সপ্তাহে তিন ভিন্নধারার তিনটি সিনেমার মুক্তি নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য আনন্দের খবর।