শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

একসাথে মুক্তি পেল তিন সিনেমা: ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সাবা’ ও ‘উদীয়মান সূর্য’

বহুল পঠিত

বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এ সপ্তাহটি রূপ নিয়েছে উৎসবের রঙে। একসাথে মুক্তি পেয়েছে তিনটি ভিন্ন ধারার সিনেমা- স্বপ্নে দেখা রাজকন্যাসাবা এবং উদীয়মান সূর্য । প্রতিটি ছবিই ভিন্ন স্বাদ ও গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত রোমান্স ও ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়ার অভিনীত ছবিটির শুটিং হয়েছিল কোভিড মহামারির সময়, ২০২০ সালে। পাঁচ বছর পর অবশেষে আলোর মুখ দেখলো চলচ্চিত্রটি। ছবিতে আরও আছেন আলী রাজ, মারুফ আকিব, রেবেকা এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন আলী।

‘সাবা’

মেহজাবীন চৌধুরীর বহুল আলোচিত সিনেমা ‘সাবা’ এখন চলছে দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, মিরপুর, এসকেএস শাখা), যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং বগুড়ার মম ইন থিয়েটার। মাকসুদ হোসাইন পরিচালিত ও নব্বই মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্পে রয়েছে এক মা ও মেয়ের সংগ্রাম। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য পাওয়া ‘সাবা’ ঘুরেছে টরন্টো, বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাসসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কারও অর্জন করেছে।

‘উদীয়মান সূর্য’

এসএম শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘উদীয়মান সূর্য’ চলছে দেশের সাতটি প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহানসহ অনেকে। সিনেমাটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেওয়া প্রেম, ত্যাগ ও সংগ্রামের কাহিনি।

একই সপ্তাহে তিন ভিন্নধারার তিনটি সিনেমার মুক্তি নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য আনন্দের খবর।

আরো পড়ুন

লালমাটিয়ার সেই ছোট্ট ঘর থেকে ধানমন্ডির সাম্রাজ্য: এক স্বপ্নবাজ অমির রূপকথা

স্বপ্ন যখন কেবল চোখে নয়, হৃদয়ে গেঁথে যায়- তখন অসম্ভবও সম্ভব হয়। ঠিক তেমনই এক অনুপ্রেরণার নাম নির্মাতা কাজল আরেফিন অমি। ২০১৬ সালের ১ জানুয়ারি লালমাটিয়ার একটি ছোট্ট ঘরে মাত্র দুজন মানুষ আর এক বুক আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল তাঁর প্রোডাকশন হাউজ ‘বুম ফিল্মস’ (Boom Films)। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানটি সাফল্যের ১০ বছর পূর্ণ করে বাংলাদেশের বিনোদন জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ‘পাওয়ার হাউস’-এ পরিণত হয়েছে।

টিভির যুগ শেষ, ইউটিউবে অস্কারের নতুন ডিজিটাল অধ্যায়

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার অ্যাওয়ার্ড এবার নতুন প্রযুক্তি ও দর্শক অভিজ্ঞতার দিকে এক বড় পদক্ষেপ নিয়েছে। ২০২৯ সাল থেকে টেলিভিশনের বদলে সরাসরি ইউটিউবে লাইভ সম্প্রচার হবে, যা বিশ্বের যে কোনো প্রান্তের সিনেমাপ্রেমীর জন্য সহজলভ্য হবে।

আন্তর্জাতিক রঙে উজ্জ্বল হচ্ছে বাংলাদেশি সিনেমা: রটারড্যামে ‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’

এক সময় দেশের সীমাতেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশি সিনেমার স্বপ্ন, আজ তা মহাদেশ, ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে। বাণিজ্যিক সিনেমা মাল্টিপ্লেক্সে দর্শক টানে, আর বিকল্প ও শিল্পধারার ছবি আন্তর্জাতিক উৎসবে লালগালিচায় সন্মান পায়।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ