শনিবার, অক্টোবর ৪, ২০২৫

সাতক্ষীরার সুপারি রপ্তানি: অর্থনীতি গড়ে তুলছে নতুন দিগন্ত

বহুল পঠিত

সাতক্ষীরায় উৎপাদিত সুপারি এখন শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি রপ্তানি হয়ে যাচ্ছে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকার সুপারি বিদেশে যাচ্ছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অর্থকরী ফসলটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রপ্তানি বাজারে চাহিদা, তবু দাম নিয়ে হতাশ চাষিরা

যদিও বিদেশে সুপারির চাহিদা বাড়ছে, তবে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা বলছেন, পরিচর্যা ছাড়াই সুপারি গাছে ভালো ফলন হয়েছে। কিন্তু বাজারে দাম কম। এর ফলে লাভ তুলনামূলকভাবে কমে যাচ্ছে।

বাজার, হাট এবং পাইকারি বিক্রি

সাতক্ষীরার বিভিন্ন হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুপারির কেনাবেচা চলে।
এখানে চাষিরা বস্তা বা ঝুড়িতে করে সুপারি নিয়ে আসেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিভিন্ন জেলার পাইকাররা এই হাট থেকে সুপারি কিনে নেন।

পাটকেলঘাটা বাজারে সপ্তাহে দুই দিন বড় হাট বসে। এখানে প্রতি সপ্তাহে গড়ে ২০–২৫ লাখ টাকার সুপারি লেনদেন হয়।

উৎপাদন বাড়ছে, জমিও বাড়ছে

সাতক্ষীরায় এই বছর প্রায় ৪৫০ টন সুপারি উৎপাদন হয়েছে। বাজার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা।
এই ফসল চাষ হয়েছে ১,৩৫০ বিঘা জমিতে।
গত তিন বছরে চাষের জমি বেড়েছে ২০০ বিঘা।
বর্তমানে শুকনো সুপারির কেজি মূল্য ৪৫০ টাকা।

চাষির অভিজ্ঞতা: লাভ ভালো, কিন্তু বাজার অনিশ্চিত

মঙ্গলাবন্দকাটি গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, “আমার তিন বিঘা জমির সুপারি বাগানে প্রতিবছর ফল হয়।”
তিনি আরও জানান, এতে বছরে প্রায় ৭০–৮০ হাজার টাকা আয় হয়।
তার মতে, “নারিকেল বা অন্য গাছের পাশে সুপারি গাছ লাগানো সুবিধাজনক।”

কৃষি দপ্তরের পর্যবেক্ষণ

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান,
“পান ও সুপারি দুটোই লাভজনক ফসল। সাতক্ষীরায় সুপারি চাষ বাড়ছে। কারণ, এতে খরচ কম কিন্তু আয় বেশি।”
তবে তিনি বলেন, “বাজার ব্যবস্থাপনা উন্নত না হলে কৃষক সঠিক মূল্য পাবে না।”

আরো পড়ুন

স্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প নারী ও শিশুদের জন্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বনানী থানার সরকারি তিতুমীর কলেজের সামনে দলীয় কার্যালয়ে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প (ফ্রি মেডিকেল ক্যাম্প নারীদের জন্য) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে শত শত নারী ও শিশু বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

রাষ্ট্রপতির সঙ্গে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় হিন্দু ধর্মাবলম্বীদের

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!