শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

সৌদি আরবে বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব

বহুল পঠিত

বাংলাদেশ থেকে সৌদি আরবে ডাক্তার, নার্স, কেয়ারগিভার ও স্বাস্থ্য-টেকনিশিয়ান পাঠানোর ক্ষেত্রে আরও সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে জি-টু-জি (Government-to-Government) ভিত্তিক একটি নতুন ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে বাংলাদেশ।
রিয়াদে অনুষ্ঠিত বাংলাদেশ ও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক: কী আলোচনা হলো?

রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
সরকারি নথি অনুসারে, এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে কর্মী বিনিময়, মূল্যায়ন পদ্ধতি, প্রশিক্ষণ ও লাইসেন্সিং ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৪–২৫ সালে ১,২০০ নার্স নিয়োগকে সৌদি পক্ষের প্রশংসা

বৈঠকে সৌদি আরব ২০২৪–২৫ অর্থবছরে ১,২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের সিদ্ধান্তকে ইতিবাচক ও সফল পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশের পক্ষ থেকে নার্সদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব, ভাষাজ্ঞান এবং প্রশিক্ষণ উন্নয়নে সৌদি মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হয়।

প্রোমেট্রিক পরীক্ষা ছাড়ের প্রস্তাব

নার্সদের বেসরকারি খাতে নিয়োগ জটিল হওয়ার অন্যতম কারণ হলো প্রোমেট্রিক পরীক্ষা বাধ্যতামূলক হওয়া
বাংলাদেশ প্রস্তাব করেছে-

  • সরকারি হাসপাতালের মতো বিকল্প মূল্যায়ন ব্যবস্থা তৈরি
  • বিশেষ ক্ষেত্রে প্রোমেট্রিক পরীক্ষার ছাড়
  • লাইসেন্সিং ও মূল্যায়ন প্রক্রিয়া সহজ করা

এতে বাংলাদেশি নার্সদের নিয়োগ আরও দ্রুত ও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসসিএফএইচএস-এর সঙ্গে সহযোগিতা জোরদার

সৌদি কমিশন ফর হেলথ স্পেশালটিজ (SCFHS)-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে-

  • লাইসেন্সিং প্রক্রিয়া দ্রুত করা
  • পাঠ্যক্রমের মানোন্নয়ন
  • যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন
  • প্রশিক্ষণ ও স্কিল ভ্যালিডেশন

এসব উদ্যোগ দুই দেশের স্বাস্থ্যখাতকে আরও ঘনিষ্ঠ করবে।

সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের ব্যাপক চাহিদা

বৈঠকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের স্বাস্থ্যখাতে ক্রিটিক্যাল কেয়ার নার্স সবচেয়ে বেশি প্রয়োজন।
বর্তমানে বাংলাদেশি নার্সরা সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে কাজ করলেও ভবিষ্যতে তাদের—

  • ক্রিটিক্যাল কেয়ার
  • আইসিইউ
  • ইমার্জেন্সি কেয়ার
  • হাই-টেক ইউনিটে

নিয়োগের সম্ভাবনা বাড়ছে।

হেলথ হোল্ডিং কোম্পানি (HHC) এখন পুরো নিয়োগ পরিচালনা করছে

সৌদি আরব জানায়-

  • স্বাস্থ্য মন্ত্রণালয় আর সরাসরি নিয়োগ দেয় না
  • এখন হেলথ হোল্ডিং কোম্পানি (HHC) পুরো নিয়োগ তদারকি করে
  • এতে নিয়োগ আরও কাঠামোবদ্ধ, স্বচ্ছ ও দক্ষতার ভিত্তিতে সম্পন্ন হয়

বাংলাদেশ এই নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে জি-টু-জি ফ্রেমওয়ার্ক আপডেটের প্রস্তাব করে।

স্বাস্থ্যকর্মী নিয়োগে বাধ্যতামূলক শর্তসমূহ

বর্তমানে সৌদি আরবে নার্স নিয়োগে যেসব শর্ত বাধ্যতামূলক-

  • প্রোমেট্রিক পরীক্ষা
  • পেশাগত অভিজ্ঞতা
  • সৌদি হেলথ কাউন্সিলের পেশাগত যোগ্যতার স্বীকৃতি
  • সৌদি লাইসেন্স
  • মেডিক্যাল মালপ্র্যাকটিস বীমা

বাংলাদেশ এসব শর্ত পূরণে নার্সদের আরও দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

জি-টু-জি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে নতুন সম্ভাবনা

জি-টু-জি ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে-

  • স্বাস্থ্যখাতে বৃহত্তর নিয়োগ সুযোগ সৃষ্টি হবে
  • ভিসা ও ডকুমেন্টেশন সহজ হবে
  • প্রতারণা ও অতিরিক্ত খরচ কমবে
  • সরকারি তত্ত্বাবধানে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হবে

এই উদ্যোগকে দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের জন্য উজ্জ্বল সম্ভাবনা

ক্রমবর্ধমান চাহিদা, সরকারি উদ্যোগ এবং সৌদি স্বাস্থ্যখাতে ব্যাপক রূপান্তরের কারণে বাংলাদেশি-

  • ডাক্তার
  • নার্স
  • টেকনিশিয়ান
  • কেয়ারগিভার সব ক্ষেত্রেই নিয়োগ বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।

এই জি-টু-জি ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি হবে।

আরো পড়ুন

জুলাই বিপ্লবের বীরদের জন্য আসছে ঐতিহাসিক ‘দায়মুক্তি অধ্যাদেশ’!

ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার কারিগরদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সরকার একটি বিশেষ ‘দায়মুক্তি অধ্যাদেশ’ (Indemnity Ordinance) প্রণয়ন করতে যাচ্ছে।

রাজধানীতে ‘জুলাই বীর সম্মাননা’: ১২০০ যোদ্ধা ও সাংবাদিককে বিশেষ স্মারক প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা এবং আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য 'জুলাই বীর সম্মাননা' অনুষ্ঠান। আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সাহসী সাংবাদিকদের বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ড. ইউনূসের ডাক: গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান

একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐতিহাসিক এক সিদ্ধান্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি সম্ভাব্য গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ড. ইউনূসের মতে, এটি কেবল একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র সংস্কারের এক বড় সুযোগ।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ