দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ঘোষণা করেছে তাদের শ্রোতাপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিকুয়েল আসতে চলেছে। ব্যান্ডের ফ্যানদের জন্য এটি এক আনন্দের খবর, যারা বছর ধরেই নতুন গানটির অপেক্ষায় ছিলেন। ‘এই অবেলায় ২’ মুক্তি পাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, এবং এটি থাকবে ব্যান্ডের ‘বাতিঘর’ অ্যালবামের শেষ গান হিসেবে।
গানের পৃষ্ঠপোষক এবং ভিডিও প্রযোজনার তথ্য
দলনেতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, সিকুয়েল তৈরির জন্য তারা দীর্ঘদিন ধরে একটি পৃষ্ঠপোষকের সহযোগিতার অপেক্ষায় ছিলেন।
‘এই অবেলায় ২’ ভিডিওটির প্রযোজনা করেছে স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ‘দি প্রিমিয়াম হোমস লিমিটেড’।
গানটি একই দিনে বাংলা ও ইংরেজি দুই ভার্সন এ প্রকাশিত হবে।
মিউজিক ভিডিওর লোকেশন এবং অভিনয়শিল্পী
মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে।
ভিডিওতে মডেল হিসেবে থাকছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান।
কিছু দৃশ্যে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবকেও স্থিরচিত্রে দেখা যাবে।
গানের ক্রিয়েটিভ টিম
- কথা: জিয়াউর রহমান জিয়া
- সুর ও মিউজিক ভিডিও পরিচালনা: কাজী আহমেদ শাফিন
এছাড়া ব্যান্ডটি প্রথমবারের মতো কানাডার টরন্টোতে কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে। নভেম্বরের ১ তারিখে তাদের কনসার্ট অনুষ্ঠিত হবে।
শিরোনামহীনের বর্তমান লাইনআপ:
- জিয়াউর রহমান
- কাজী আহমেদ শাফিন
- শেখ ইশতিয়াক
- সাইমন চৌধুরী
- সুদীপ্ত সিনহা দীপু




