শিশুদের খর্বাকৃতি (Short Stature) এমন একটি অবস্থা যেখানে শিশু একই বয়স ও লিঙ্গের অন্যান্য শিশুদের তুলনায় উচ্চতায় উল্লেখযোগ্যভাবে ছোট থাকে। এটি শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জটিলতা না হলেও, প্রায়শই অভিভাবকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই নিবন্ধে খর্বাকৃতির মূল কারণ, সতর্কতামূলক লক্ষণ এবং বৈজ্ঞানিক প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হলো।