বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম ফরাসি সরকারের সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক লাভ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়েছে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক গ্রহণ করেছেন।
বিশ্ব সংস্কৃতি ও শিক্ষা সংস্থা ইউনেস্কো-এর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।