চ্যাম্পিয়ন্স লিগে বল দখল, আক্রমণ, শট—সবদিক থেকেই এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ম্যাচে ফুটবল দাপট দেখানো মানেই যে জয়ের নিশ্চয়তা নয়, তারই প্রমাণ রেখে গেল বায়ার লেভারকুজেন। নিখুঁত দুই ফিনিশিংয়ে প্রতিপক্ষের মাঠ থেকে তিন গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে জার্মান শক্তিশালী ক্লাবটি।