বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে আলোচনার ঝড় ওঠে। সন্দেহভাজন তালিকায় ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেনও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি জনগণের বিশ্বাস নড়বড়ে হওয়ায় ভবিষ্যতে যেন কোনো দুর্নীতি বা ফিক্সিং ছায়াও না পড়ে-সে লক্ষ্যেই বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।