বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক অজেয় মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ চার দশকের রাজনৈতিক পরিক্রমায় অসংখ্য চড়াই-উতরাই পেরিয়েও ভোটের ময়দানে তিনি থেকেছেন অনন্য। সাবেক এই প্রধানমন্ত্রী এমন এক বিরল রেকর্ডের অধিকারী, যা দেশের আর কোনো রাজনীতিবিদের ঝুলিতে নেই। ৫টি সংসদ নির্বাচনে ২৩টি আসনে লড়াই করে সবকটিতেই জয়ের রেকর্ড গড়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক প্রকাশ পাচ্ছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সশরীরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে শোক প্রকাশ করছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন।
বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিক জীবন ও শিক্ষা
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট বগুড়া জেলার দিনাজপুর মহকুমার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ইস্কান্দার মজুমদার একজন ব্যবসায়ী ছিলেন।...