বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতের কেন্দ্রবিন্দু। অথচ টানা ১৪ বছর ধরে এই কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম পরিচালিত হচ্ছিল একটি বিদেশী প্রতিষ্ঠানের হাতে। ভারতের টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) পরিচালিত ওই সফটওয়্যার- "ফিন্যাকল"- ব্যাংকের সার্ভার, ডাটাবেইস, এনক্রিপটেড তথ্য, এমনকি পাসওয়ার্ড-লেভেল অ্যাক্সেস পর্যন্ত নিয়ন্ত্রণ করত।