থাইল্যান্ডের সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬ বিজয়িনী সুপাণি নয়ননথং মুকুট পরার একদিনের মাথায়ই তা হারিয়েছেন। অনলাইনে তার বেশ কিছু বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর আয়োজক কমিটি দ্রুত এই সিদ্ধান্ত নেয়। এসব ভিডিও প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ছিল।