মানুষের জীবনে ভুল-ত্রুটি একটি স্বাভাবিক অনুষঙ্গ। আমরা অনেক সময় অজান্তেই ভুল করে ফেলি। এসব অপরাধ আমাদের আধ্যাত্মিক জীবনকে মলিন করে। তবে মহান স্রষ্টা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি তার বান্দাদের তাওবা কবুল করতে ভালোবাসেন। ইসলামে গুনাহ মাফের দোয়া অনেক রয়েছে।