ক্রিকেট এমন এক খেলা যেখানে শেষ পর্যন্ত অনুমান করা কঠিন-পরিস্থিতি মুহূর্তেই বদলে যেতে পারে। ঠিক তেমনই সিনেমার মতো নাটকীয়তায় ভরপুর ছিল শুক্রবারের বাংলাদেশ ভারত ম্যাচ, এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনাল। ভারত ‘এ’–এর বিপক্ষে অবিশ্বাস্য ওঠানামা, রোমাঞ্চ, ভুল, প্রতিরোধ আর শেষ পর্যন্ত সুপার ওভারে অর্জিত দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট পেল বাংলাদেশ ‘এ’ দল।