রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

হিমু আকরামের নতুন ধারাবাহিক ‘ঘুরিতেছে পাঙ্খা’ আসছে আরটিভিতে

বহুল পঠিত

দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটক নির্মাণে ফিরলেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম।
এইবার তিনি নিয়ে আসছেন নতুন ধারাবাহিক নাটক “ঘুরিতেছে পাঙ্খা“, যা প্রচারিত হবে আরটিভিতে। নাটকটি তিনি নিজেই লিখেছেন এবং পরিচালনা করছেন।

গল্পটি তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খাকে ঘিরে। তারা তিনবন্ধু মিলে গ্রামে চালায় একটি ক্যাবল ডিস কোম্পানি, যার নাম “পাঙ্খা স্যাটেলাইট”

তবে, ডিস ব্যবসার বাইরেও তাদের জীবনে রয়েছে নানা শখ, স্বপ্ন ও মজার ঘটনা।

  • পাঙ্খা স্বপ্ন দেখে হাতির পিঠে বিয়ে করার।
  • বাবুল হতে চায় কুংফু মাস্টার এবং পেতে চায় সোনার দাঁত।
  • অন্যদিকে, মোহন জড়িয়ে পড়ে প্রেম ও সুদের ব্যবসায়।

এই তিন বন্ধুর নিত্যদিনের ঘটনা, ঝগড়া, প্রেম এবং গ্রামীণ জীবনের নানা অদ্ভুত পরিস্থিতি নিয়েই নাটকটি এগিয়ে যাবে।

এটি শুধু হাসির নাটক নয়। এখানে ফুটে উঠবে গ্রামীণ সম্পর্ক, স্বপ্ন, সংগ্রাম এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

নির্মাতা হিমু আকরাম বলেন: “ঘুরিতেছে পাঙ্খা শুধু কৌতুক নয়। এখানে দর্শক নিজেদের জীবনের প্রতিফলনও খুঁজে পাবেন।”

নাটকে আরও দেখা যাবে কিছু বৈচিত্র্যময় চরিত্র-

  • ঘোড়ায় চড়া আতর আলী ফকির
  • অফিসার মোকলেস
  • প্রভাবশালী মগা ভাই
  • ক্যাবল ব্যবসায়ী সফদার মিয়া
  • গোলাপি, কুসুম, কোকিলা প্রমুখ

অভিনয়ে আছেন:
আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, রাশেদ সীমান্ত, জিল্লু, রোজী সিদ্দিকী, মৌসুমী হামিদ, মায়মুনা মমো, অদিতি জাহান অথৈ, জারা নুর, এস কে বাপ্পি, আমিন আজাদ ও সঞ্জিব আহমেদ।

উল্লেখযোগ্যভাবে, গত বছর হিমু আকরাম কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে একটি সিনেমা ঘোষণা করেছিলেন “আলতাবানু জোছনা দেখেনি”। কিন্তু, ভিসা জটিলতার কারণে সে প্রজেক্ট স্থগিত হয়।
ফলে, তিনি আবারও নাটকে মনোযোগ দিয়েছেন।

আরো পড়ুন

অভিনয় ছাড়িয়ে কলমের জাদু: বিটিভিতে আজ আসছে এলিনা শাম্মীর ‘ব্যাচেলর ডায়েরি’

বাংলা নাটকের অঙ্গনে ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করে নেওয়া অভিনেত্রী এলিনা শাম্মী শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। ক্যামেরার সামনে যেমন সাবলীল, তেমনি ক্যামেরার পেছনেও তার সৃজনশীল উপস্থিতি চোখে পড়ার মতো। অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য তিনি লিখেছেন নতুন একটি নাটক—‘ব্যাচেলর ডায়েরি’।

লালমাটিয়ার সেই ছোট্ট ঘর থেকে ধানমন্ডির সাম্রাজ্য: এক স্বপ্নবাজ অমির রূপকথা

স্বপ্ন যখন কেবল চোখে নয়, হৃদয়ে গেঁথে যায়- তখন অসম্ভবও সম্ভব হয়। ঠিক তেমনই এক অনুপ্রেরণার নাম নির্মাতা কাজল আরেফিন অমি। ২০১৬ সালের ১ জানুয়ারি লালমাটিয়ার একটি ছোট্ট ঘরে মাত্র দুজন মানুষ আর এক বুক আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল তাঁর প্রোডাকশন হাউজ ‘বুম ফিল্মস’ (Boom Films)। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানটি সাফল্যের ১০ বছর পূর্ণ করে বাংলাদেশের বিনোদন জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ‘পাওয়ার হাউস’-এ পরিণত হয়েছে।

টিভির যুগ শেষ, ইউটিউবে অস্কারের নতুন ডিজিটাল অধ্যায়

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার অ্যাওয়ার্ড এবার নতুন প্রযুক্তি ও দর্শক অভিজ্ঞতার দিকে এক বড় পদক্ষেপ নিয়েছে। ২০২৯ সাল থেকে টেলিভিশনের বদলে সরাসরি ইউটিউবে লাইভ সম্প্রচার হবে, যা বিশ্বের যে কোনো প্রান্তের সিনেমাপ্রেমীর জন্য সহজলভ্য হবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ