শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

নাইজেরিয়ার জালে গোলবৃষ্টি, বিশ্বকাপ কোয়ার্টারে আর্জেন্টিনা

বহুল পঠিত

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডের হাই-ভোল্টেজ “আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া” ম্যাচে তারা আফ্রিকান শক্তি নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পৌঁছে গেছে শেষ আটে।

সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তারা। ম্যাচের মাত্র প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা-ডিলান গোলোসিতোর পাস থেকে আলেখো সারকো দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন।

২৩ মিনিটে ফ্রি কিক থেকে মাহের কারিসো চমৎকার গোল করে ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল নাইজেরিয়া, তবে আর্জেন্টিনার গোলরক্ষক বারবি বেশ কিছু অসাধারণ সেভ করে তাদের হতাশ করেন।

আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। মিল্টন দেলগাদোর নিখুঁত পাস থেকে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম লেখান কারিসো। আর ম্যাচের শেষদিকে আরও এক দারুণ ড্রিবলিংয়ের পর গোল করে হালি পূর্ণ করেন আকাশি-সাদারা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয় আর্জেন্টিনার। তাদের পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকো, যারা আগের ম্যাচে স্বাগতিক চিলিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে।

এদিকে দিনের অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া, যারা দক্ষিণ আফ্রিকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ