বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি কার্যক্রম শুরু

বহুল পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২৬ আবেদন গ্রহণ করা হচ্ছে, যা চলবে আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০৫০ টাকা

প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষার তারিখ

২৪ নভেম্বর থেকে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবং শেষ হবে ২০ ডিসেম্বর (শনিবার) বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে।

এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ও কাঠামো চূড়ান্ত করা হয়।

আবেদনের যোগ্যতা

যেসব শিক্ষার্থী ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ইউনিটসর্বনিম্ন GPA (SSC + HSC মিলিয়ে)পৃথক GPA শর্ত
বিজ্ঞান৮.০০প্রতিটিতে অন্তত ৩.৫
কলা, আইন ও সমাজবিজ্ঞান৭.৫প্রতিটিতে অন্তত ৩.০
ব্যবসায় শিক্ষা৭.৫প্রতিটিতে অন্তত ৩.০
চারুকলা৬.৫প্রতিটিতে অন্তত ৩.০

ভর্তি পরীক্ষার সময়সূচি

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিটতারিখবার
আইবিএ২৮ নভেম্বরশুক্রবার
চারুকলা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)২৯ নভেম্বরশনিবার
ব্যবসায় শিক্ষা৬ ডিসেম্বরশনিবার
কলা, আইন ও সমাজবিজ্ঞান১৩ ডিসেম্বরশনিবার
বিজ্ঞান২০ ডিসেম্বরশনিবার

পরীক্ষার কেন্দ্র

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ৮টি বিভাগীয় শহরে:
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট (শাবি), ময়মনসিংহ/ত্রিশাল (কবি নজরুল বিশ্ববিদ্যালয়), ও রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)।

আবেদন ফি প্রদানের নিয়ম

প্রত্যাশীরা আবেদন ফি চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

পরীক্ষার কাঠামো ও নম্বর বণ্টন

  • ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরের হবে।
    • লিখিত ও এমসিকিউ মিলে ১০০ নম্বর।
    • এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর।
  • চারুকলা ইউনিট ছাড়া অন্য সব ইউনিটে:
    • ৬০ নম্বর এমসিকিউ, ৪০ নম্বর লিখিত পরীক্ষা
    • এমসিকিউ: ৪৫ মিনিট, লিখিত: ৪৫ মিনিট
  • চারুকলা ইউনিটে:
    • ৪০ নম্বর এমসিকিউ, ৬০ নম্বর অঙ্কন পরীক্ষা
    • এমসিকিউ: ৩০ মিনিট, অঙ্কন: ৬০ মিনিট

সংক্ষেপে মূল তথ্য

  • আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৫ (দুপুর ১২টা)
  • আবেদন শেষ: ১৬ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯)
  • প্রবেশপত্র ডাউনলোড: ২৪ নভেম্বর থেকে
  • পরীক্ষা শুরু: ২৮ নভেম্বর (আইবিএ ইউনিট)
  • শেষ পরীক্ষা: ২০ ডিসেম্বর (বিজ্ঞান ইউনিট)
  • আবেদন ফি: ১,০৫০ টাকা

চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে এবং পরীক্ষার কেন্দ্রগুলো আগের মতোই বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

ক্যান্সার প্রতিরোধের উপায়: ক্যান্সার ঝুঁকি কমানোর কার্যকরী পদ্ধতি

সুস্থ খাদ্যাভ্যাস: ক্যান্সার প্রতিরোধের প্রথম পদক্ষেপ সুষম খাদ্য গ্রহণ ক্যান্সার প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। প্রতিদিন ফলমূল, শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খাওয়া উচিত। লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের পরিমাণ সীমিত...

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড – ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত বহুল আলোচিত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল–১। একই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ