ঢাকা ও সারাদেশে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের জন্য র্যালি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৯ দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই। সভায় দলের সিনিয়র ও যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক, সদস্য সচিবসহ কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভার শুরুতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
কর্মসূচির প্রধান ঘটনাবলি:
- ৭ই নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
- সকাল ১০টায় জাতীয় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
- দুপুর ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি অনুষ্ঠিত হবে, একই সময়ে দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি আয়োজন করা হবে।
- দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। উদাহরণস্বরূপ:
- শ্রমিক দলের উদ্যোগে ৫ই নভেম্বর আলোচনা সভা
- ছাত্র দলের উদ্যোগে ৮ই নভেম্বর আলোচনা সভা ও টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী
- ওলামা দলের উদ্যোগে ৯ই নভেম্বর এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
- তাঁতী ও কৃষক দলের উদ্যোগে ১০-১১ নভেম্বর আলোচনা সভা
- জাসাসের উদ্যোগে ১৩ই নভেম্বর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান
- ১২ই নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা
৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি, ভিডিও ও স্থিরচিত্র ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রকাশ করা হবে। ৭ই নভেম্বর দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশের কর্মসূচিও থাকবে।
এই কর্মসূচি সারাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মর্যাদা উজ্জীবিত করবে এবং বিএনপির সমগ্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সুযোগ দেবে।




