বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ঐতিহাসিক ৭ নভেম্বর: রাজধানী জুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বহুল পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নয়াপল্টন–কাকরাইল–মালিবাগ–বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‍্যালিপূর্ব সমাবেশ ও প্রস্তুতি

র‍্যালির আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।
উদ্বোধন করেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন দিক থেকে
ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ বিএনপি,
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ
অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল এসে যোগ দিতে থাকে।

অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার, ট্রাক ও পিকআপ সাজানো প্রদর্শনী নিয়ে উপস্থিত হন।

বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ভরে গেছে ফেস্টুন- ব্যানারে

র‍্যালিতে দেখা যায়-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,
এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন।

প্রতীকী উপস্থাপনা জনদৃষ্টি আকর্ষণ করে

র‍্যালির শোভাযাত্রায় বিভিন্ন প্রতীকী প্রদর্শনী জনদৃষ্টি আকর্ষণ করে।

বিএনপির বর্ণাঢ্য র‍্যালিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

র‍্যালিকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকায়
পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে শিলেন।
যাতে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ থাকে।

আরো পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ বলবে আট দল: জানালেন জামায়াত সেক্রেটারি জেনারেল

জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবে- এ তথ্য জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রবাসীদের ভোট দেয়ার নিয়ম: সহজ ও সম্পূর্ণ গাইড

বাংলাদেশের প্রবাসীরা এবার প্রথমবারের মতো ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।দীর্ঘদিন ধরে এই ধাপটি আলোচিত হলেও এবার এটি কার্যকর হচ্ছে। এই গাইডে আমরা বিস্তারিতভাবে দেখাবো প্রবাসী ভোটারের নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান ও ফেরত পাঠানো পর্যন্ত সব ধাপ।

আগুন সন্ত্রাসের রাজনীতি এদেশে চলবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা, বৃহস্পতিবার: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে।”
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ