বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন চলতি মাসের শেষ দিকেই বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কয়েকদিনের ব্যবধান এদিক-ওদিক হতে পারে, তবে দলের নেতারা আশাবাদী।
এর আগে বিএনপির নেতারা একাধিকবার জানিয়েছিলেন যে, খুব শিগ্রিই তারেক রহমান দেশে আসবেন। নভেম্বরের শেষ নাগাদ তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনার কথাও দলের অভ্যন্তর থেকে শোনা যাচ্ছিল। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
২০০৮ সালে জরুরি অবস্থার সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান পরিবারসহ লন্ডনে যান। প্রায় দুই দশক ধরে তিনি দলের নেতৃত্ব ও নির্বাচনি কৌশলে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বগুড়া-৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন এবং এই দুটি আসনে কখনো পরাজিত হননি। এবার মায়ের ঐতিহ্যবাহী আসনেই ধানের শীষ প্রতীকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন উদ্দীপনা ও রাজনৈতিক গতিশীলতা আনতে পারে।




