বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক প্রকাশ পাচ্ছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সশরীরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে শোক প্রকাশ করছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত ছয়টি দেশের প্রতিনিধিদল উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড। শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আন্তর্জাতিক কূটনৈতিকদের পাশাপাশি বিএনপির শরিক রাজনৈতিক দলগুলোর নেতারাও একে একে শোক জানাতে আসছেন। এদিন শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশ জাসদের (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।”
তিনি আরও জানান,
- ৩০ ডিসেম্বর: বিকেল ৩টা থেকে রাত ৯টা
- ৩১ ডিসেম্বর: বিকেল ৪টা থেকে রাত ৯টা
- ১ জানুয়ারি: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
– এই সময়সূচি অনুযায়ী শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।