শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

জয়ের ক্ষুধায় মরীয়া নোয়াখালী, আধিপত্য ধরে রাখতে প্রস্তুত সিলেট | আজকের ম্যাচের প্রিভিউ

বহুল পঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ আসরের মাঠের লড়াই জমে উঠেছে। টুর্নামেন্টের ১৩তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে তারকায় ঠাসা দুই দল-নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালী আজ নিজেদের প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে, অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে টেবিলের ওপরের দিকে ওঠাই লক্ষ্য সিলেটের।

আজ দুপুর ১:০০ টায় শুরু হতে যাওয়া নোয়াখালী বনাম সিলেট এর এই ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনার কমতি নেই।

দেওয়ালে পিঠ ঠেকেছে নোয়াখালীর

টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি দলটি। হায়দার আলী এবং মাজ সাদাকাত টপ অর্ডারে প্রতিশ্রুতির ঝলক দেখালেও, ইনিংস বড় করতে না পারা এবং ফিনিশিংয়ের অভাবে বারবার হোঁচট খাচ্ছে তারা।

বোলিং ইউনিটে হাসান মাহমুদ এবং অভিজ্ঞ মোহাম্মদ নবী চেষ্টা করছেন, কিন্তু মিডল ওভারে প্রতিপক্ষকে চেপে ধরতে ব্যর্থ হচ্ছে দল। আজকের নোয়াখালী বনাম সিলেট ম্যাচে জয়ের ধারায় ফিরতে হলে সৌম্য সরকার, কুশল মেন্ডিস এবং জাকের আলীকে দায়িত্ব নিতে হবে। দলের ম্যানেজমেন্ট তাকিয়ে আছে তাদের জ্বলে ওঠার দিকে।

ভারসাম্যপূর্ণ দল নিয়ে আত্মবিশ্বাসী সিলেট

অন্যদিকে, ৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে রয়েছে সিলেট টাইটান্স। দলটির সবচেয়ে বড় শক্তি তাদের অলরাউন্ডাররা। বিশেষ করে আজমতুল্লাহ ওমরজাই ব্যাট ও বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন, যা সিলেটের জন্য বড় স্বস্তির কারণ।

টপ অর্ডারে সাইম আইয়ুব এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটে রান আসছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং অভিজ্ঞ মঈন আলী ও মোহাম্মদ আমিরের উপস্থিতি সিলেটকে মানসিকভাবে এগিয়ে রাখছে। আজকের ম্যাচে তারা চাইবে নোয়াখালীর দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে।

আজকের ম্যাচে নজরে থাকবেন যারা

ম্যাচটি জিততে দুই দলই তাদের সেরা তারকাদের ওপর ভরসা করছে।

  • সিলেট টাইটান্স: আজমতুল্লাহ ওমরজাই (অলরাউন্ডার), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ আমির (পেসার), মঈন আলী।
  • নোয়াখালী এক্সপ্রেস: সৌম্য সরকার, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, হাসান মাহমুদ।

একনজরে দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

সিলেট টাইটান্স (Sylhet Titans): মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), অ্যারন জোনস, মমিনুল হক, রনি তালুকদার, সাইম আইয়ুব, আফিফ হোসেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আজমতুল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, মঈন আলী, এবাদত হোসেন, মোহাম্মদ আমির, নাসুম আহমেদ, রাহাতুল ফেরদৌস, রুয়েল মিয়া, সালমান ইরশাদ ও শহিদুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেস (Noakhali Express): হাবিবুর রহমান সোহান, হায়দার আলী, জনসন চার্লস, শাহাদাত হোসেন, সৈকত আলী, মাজ সাদাকাত, মোহাম্মদ নবী, সাব্বির হোসেন, সৌম্য সরকার, জাকের আলী, কুশল মেন্ডিস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হাশিম, বিলাল সামি, হাসান মাহমুদ, ইহসানুল্লাহ, মেহেদী হাসান রানা, মুশফিক হাসান, নাজমুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও জহির খান।

ম্যাচের সময়সূচি

  • ম্যাচ: নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটান্স (১৩তম ম্যাচ)
  • সময়: আজ, দুপুর ১:০০ টা।
  • ভেন্যু: সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

নোয়াখালী বনাম সিলেট ম্যাচটি এবারের বিপিএলে উত্তেজনার নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে। নোয়াখালী কি পারবে তাদের হারের খরা কাটাতে, নাকি সিলেট তাদের আধিপত্য বজায় রাখবে? চোখ রাখুন পর্দায়।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ