বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এ বছর ডিসেম্বর মাস হতে যাচ্ছে এক রোমাঞ্চকর সময়। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু আসছেন ঢাকায়!
আগামী ১১ ডিসেম্বর সকালে ঢাকায় পা রাখবেন এই কিংবদন্তি ফুটবলার। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫’ টুর্নামেন্টের সমাপণী দিনে পুরস্কার প্রদান করবেন তিনি।
আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব দল খেলবে ঢাকায়
এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৫ থেকে ১১ ডিসেম্বর, রাজধানীর ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে। এতে অংশ নিচ্ছে-
- আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ক্লাব
- ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের বাছাইকৃত দল
- এবং বাংলাদেশের একটি বয়সভিত্তিক ফুটবল দল
এই তিন দলের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আয়োজকরা আশাবাদী।
আয়োজকদের বক্তব্য
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এএফবি ম্যানেজিং ডিরেক্টর এম. ডি. আসাদুজ্জামান হারুন বলেন, “কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিট কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে তিনি ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে এবং কাফু নিজে ভিডিও বার্তায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন।”
তিনি আরও জানান, “আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি। যদি সম্ভব হয়, ঢাকার মাঠে আবারও দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলের তারকাদের।”
কাফু: এক কিংবদন্তির নাম
কাফু ব্রাজিল জাতীয় দলের হয়ে দুটি ফিফা বিশ্বকাপ (১৯৯৪, ২০০২) জয় করেন এবং একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। তার অধিনায়কত্বে ২০০২ সালে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়।
বিশ্বজুড়ে তিনি পরিচিত নেতৃত্ব, শৃঙ্খলা ও মাঠে অবিশ্বাস্য স্পিরিট-এর জন্য।
তাকে বাংলাদেশে দেখতে পাওয়াটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত, যা দেশের তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।
এএফবির নতুন উদ্যোগ
আয়োজক আসাদুজ্জামান হারুন দীর্ঘদিন ধরে ঢাকায় আন্তর্জাতিক পেশাদার বক্সিং আয়োজন করে আসছেন।
তিনি বলেন, “মানুষ পরিচিতি চায়। তাই আমি এবার ফুটবলে হাত দিয়েছি। আর্জেন্টিনা-ব্রাজিলের দল ঢাকায় আসবে- যে স্তরেই হোক না কেন, এটা বাংলাদেশের জন্য বিশাল ঘটনা।”
পূর্বে যারা এসেছিলেন
এর আগে ঢাকায় পা রেখেছেন আরও কয়েকজন বিশ্বখ্যাত ফুটবলার:
- আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ,
- ব্রাজিলের রোনালদিনহো,
- এবং কিংবদন্তি গোলরক্ষক জুলিও সিজার।
এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ব্রাজিলের মহাতারকা কাফু– যার নাম শুনলেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখ জ্বলে ওঠে আবেগে।
শেষ কথা
ঢাকায় আসছেন কাফু, এটি শুধু একটি ক্রীড়া সংবাদ নয়- এটি বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক উপলক্ষ।
ফুটবলপাগল ভক্তরা ইতিমধ্যেই অপেক্ষায় দিন গুনছেন ডিসেম্বরের। জাতীয় স্টেডিয়ামে যখন কাফু হাতে তুলে দেবেন ট্রফি, তখন সেটি হয়ে উঠবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক গর্বের অধ্যায়।




