বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

এক হাতেই দুই হাজার কিডনি প্রতিস্থাপন: মানবসেবাকে ইবাদত বানানো ডা. কামরুল

বহুল পঠিত

একজন চিকিৎসক যখন পেশাকে শুধু জীবিকা নয়, বরং ইবাদত হিসেবে গ্রহণ করেন, তখন তার কাজ হয়ে ওঠে হাজারো মানুষের বেঁচে থাকার গল্প। ঠিক তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম- যিনি একাই সম্পন্ন করেছেন দুই হাজার কিডনি প্রতিস্থাপন, অথচ বিনিময়ে নেননি কোনো সার্জন ফি। টাকার অঙ্কে যার পরিমাণ কমপক্ষে ২০ কোটি টাকা

সফলভাবে সম্পন্ন ২ হাজারতম কিডনি প্রতিস্থাপন

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (CKD & Urology) হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয় তার নেতৃত্বে ২ হাজারতম কিডনি প্রতিস্থাপন। দেশের মোট কিডনি প্রতিস্থাপনের প্রায় অর্ধেকই হয়েছে তার হাত ধরে- যা বাংলাদেশে চিকিৎসা ইতিহাসে এক বিরল অর্জন।

৯৬ শতাংশ সফলতা, ২১ সদস্যের টিম

২০০৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ডা. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত প্রতিস্থাপনের সফলতার হার ৯৬ শতাংশ। ১১ জন চিকিৎসকসহ ২১ সদস্যের একটি দক্ষ ও নিবেদিত টিম নিয়ে তিনি নিয়মিত এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে যাচ্ছেন। বর্তমানে মাসে গড়ে ২৫ থেকে ২৭টি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে।

যেখানে বিদেশে খরচ ৫০ লাখ, সেখানে সব মিলিয়ে ২ লাখ ১০ হাজার

বিদেশে কিডনি প্রতিস্থাপন করতে একজন রোগীর খরচ হয় ৩০ থেকে ৫০ লাখ টাকা। অথচ ডা. কামরুল ইসলামের হাসপাতালে একই চিকিৎসা সম্পন্ন হয় মাত্র ২ লাখ ১০ হাজার টাকায়। এখানেই শেষ নয়-
প্রতিস্থাপনের পর রোগীদের ফলোআপ ভিজিট, অনেক পরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। হাসপাতালে ভর্তি রোগীরা পান তিন বেলা খাবার ফ্রি

মাত্র ৪০০ টাকায় অধ্যাপকের চিকিৎসা

একজন অধ্যাপক হয়েও তিনি নিয়মিত রোগী দেখেন মাত্র ৪০০ টাকা ফিতে। অনেক ক্ষেত্রেই অসচ্ছল রোগীদের কাছ থেকে তিনি এক টাকাও নেন না। তার ভাষায়-

“আমি রোগী দেখি তিনটা লক্ষ্য নিয়ে- ওর কষ্ট লাঘব করা, ওর দুশ্চিন্তা কমানো এবং বিপদ থেকে উদ্ধার করা। এই কাজটা যেন ইবাদত হয়ে যায়, সেই চেষ্টা করি।”

নিজের টাকায় গড়া হাসপাতাল

২০১৪ সালে নিজের জমানো অর্থ ও বন্ধুদের সহায়তায় তিনি গড়ে তোলেন সিকেডি হাসপাতাল। বর্তমানে এখানে কর্মরত ৪৫০ জনের বেশি স্টাফ, যাদের মধ্যে ২০০ জনের বেশি কর্মীর আবাসন ব্যবস্থা করেছেন তিনি নিজ উদ্যোগে। স্টাফদের জন্যও রয়েছে বিনামূল্যের খাবারের ব্যবস্থা।

রোগীদের আস্থার ঠিকানা

একজন রোগী বলেন,

“স্যার যদি এখানে না থাকতেন, তাহলে আমি ভারতে চলে যেতাম।”

আরেকজনের ভাষায়,

“ভারতেও যে আস্থাটা পাইনি, সেটা কামরুল স্যারের কাছে পেয়েছি।”

মায়ের দোয়া, মানুষের সেবা

ডা. কামরুল ইসলামের এই মানবিক মানস গঠনের পেছনে রয়েছে তার মা অধ্যাপিকা রহিমা খাতুনের অনন্য অবদান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বামীকে হারিয়েও তিনি চার সন্তানকে মানুষ করেছেন শিক্ষা ও মানবিকতার আলোয়। মায়ের ভাষায়-

“আমি চাইতাম, ও শুধু মানুষের উপকার করুক। আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখেন মানুষের জন্য।”

সাধারণ জীবন, অসাধারণ মানবতা

একটি হাসপাতালের মালিক হয়েও ডা. কামরুল ইসলাম বেছে নিয়েছেন সাধারণ জীবনযাপন। নিজের আয়ের বড় অংশই ব্যয় করেন রোগীদের সেবায়। মানবতার এই ফেরিওয়ালা প্রমাণ করেছেন- ডাক্তারি পেশা সত্যিকার অর্থেই মানবসেবা

সুত্রঃ যমুনা টিভি

আরো পড়ুন

জুলাই বিপ্লবের বীরদের জন্য আসছে ঐতিহাসিক ‘দায়মুক্তি অধ্যাদেশ’!

ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার কারিগরদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সরকার একটি বিশেষ ‘দায়মুক্তি অধ্যাদেশ’ (Indemnity Ordinance) প্রণয়ন করতে যাচ্ছে।

রাজধানীতে ‘জুলাই বীর সম্মাননা’: ১২০০ যোদ্ধা ও সাংবাদিককে বিশেষ স্মারক প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা এবং আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য 'জুলাই বীর সম্মাননা' অনুষ্ঠান। আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সাহসী সাংবাদিকদের বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ড. ইউনূসের ডাক: গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান

একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐতিহাসিক এক সিদ্ধান্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি সম্ভাব্য গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ড. ইউনূসের মতে, এটি কেবল একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র সংস্কারের এক বড় সুযোগ।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ