ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননের জীবনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭–এর জন্য গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইনি সহায়তা টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে দলের শীর্ষ নেতৃত্বের আস্থার প্রতিফলন হিসেবেই এই দায়িত্বকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘ আন্দোলন ও ত্যাগের স্বীকৃতি
অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন সংগ্রামের কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার, কারাভোগ এবং অসংখ্য গায়েবি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। দমন-পীড়নের মুখেও গণতান্ত্রিক আন্দোলনে অটল থেকে তিনি নিজেকে একজন সাহসী ও আপসহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনে রাজপথে তার সরব উপস্থিতি বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পরিচিত ও প্রশংসিত।
আইনি অঙ্গনে দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব
রাজনীতির পাশাপাশি আইন অঙ্গনেও অ্যাডভোকেট মননের রয়েছে সুদৃঢ় অবস্থান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের “লিগ্যাল এইড সেল”-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সরাসরি আইনি সহায়তা দিয়ে সুনাম অর্জন করেন।
ছাত্ররাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব
২০০০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। ইউনিট পর্যায় থেকে থানা, মহানগর হয়ে কেন্দ্রীয় ছাত্রদলে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুবদল কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেন।
ঢাকা-১৭ আসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব
ঢাকা-১৭ আসনে নির্বাচনকালীন যেকোনো আইনি জটিলতা মোকাবিলা, দিকনির্দেশনা প্রদান এবং সহায়ক ভূমিকা পালনের জন্য গঠিত এই আইনি সহায়তা টিমের নেতৃত্বে থাকবেন অ্যাডভোকেট মনন। দায়িত্ব পাওয়ার পর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-
“আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর কাছে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Tarique Rahman স্যার, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ড.ফরহাদ হালিম ডোনার স্যারের প্রতি ঢাকা – ১৭ আসনের মতন গুরুত্বপূর্ণ আসনে যেখানে প্রার্থী স্বয়ং জনাব তারেক রহমান স্যার সেখানে আমাকে দায়িত্ব দেয়ায়। ”
দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও আইনি দক্ষতার সমন্বয়ে অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননের এই নতুন দায়িত্ব বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে—এমনটাই প্রত্যাশা রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টদের।