বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ৬ কেন্দ্রে ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে

বহুল পঠিত

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জকসু নির্বাচন ২০২৬ ) এর ভোট গণনা শেষের পথে। ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ঘোষিত ৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদে দাপট দেখাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটে এগিয়ে রয়েছেন।

বুধবার সকাল পৌনে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ফলাফল ঘোষণা শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কম্পিউটার সায়েন্স, ফার্মাসি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ মোট ৬টি বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে।

জকসু নির্বাচন ২০২৬: কেন্দ্রভিত্তিক ভোটের চিত্র-

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদগুলোতে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল সংহত অবস্থানে রয়েছে।

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: এখানে শিবিরের রিয়াজুল (ভিপি) ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৯৪ ভোট।
  • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান: রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে শীর্ষে, আর ছাত্রদলের রাকিব পেয়েছেন ৯১ ভোট।
  • ফার্মাসি ও নৃবিজ্ঞান: এই দুই বিভাগেও ভিপি, জিএস ও এজিএস—তিন পদেই এগিয়ে রয়েছে শিবিরের প্যানেল।

তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে লোকপ্রশাসন বিভাগে। এই কেন্দ্রে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে রিয়াজুলের (১২২) চেয়ে সামান্য এগিয়ে থাকলেও, জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থীরাই লিড ধরে রেখেছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬টির ফলাফল আসায় চূড়ান্ত বিজয়ী সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক এই প্রবণতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার কাজ চলছে।

সূত্র: সমকাল

আরো পড়ুন

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) ২৬তম সমাবর্তন: ডিগ্রি পেলেন ৩৩২২ গ্র্যাজুয়েট

রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তন। জীবনের নতুন ধাপে পা রাখা ৩,৩২২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে অর্জিত কাঙ্ক্ষিত ডিগ্রি। রঙিন গাউন আর হ্যাট পরে উল্লাসে মেতে ওঠা এই তরুণদের চোখে ছিল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ড. ইউনূসের ডাক: গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান

একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐতিহাসিক এক সিদ্ধান্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি সম্ভাব্য গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ড. ইউনূসের মতে, এটি কেবল একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র সংস্কারের এক বড় সুযোগ।

জকসু নির্বাচনের ফলাফল : ভিপি ও জিএসসহ শিবিরের প্রার্থীদের ভুমিধস জয়!

দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষ হলো। অবশেষে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ফলে দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন নেতৃত্বের বলয়।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ