দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জকসু নির্বাচন ২০২৬ ) এর ভোট গণনা শেষের পথে। ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ঘোষিত ৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদে দাপট দেখাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটে এগিয়ে রয়েছেন।
বুধবার সকাল পৌনে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ফলাফল ঘোষণা শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কম্পিউটার সায়েন্স, ফার্মাসি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ মোট ৬টি বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে।
জকসু নির্বাচন ২০২৬: কেন্দ্রভিত্তিক ভোটের চিত্র-
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদগুলোতে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল সংহত অবস্থানে রয়েছে।
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: এখানে শিবিরের রিয়াজুল (ভিপি) ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৯৪ ভোট।
- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান: রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে শীর্ষে, আর ছাত্রদলের রাকিব পেয়েছেন ৯১ ভোট।
- ফার্মাসি ও নৃবিজ্ঞান: এই দুই বিভাগেও ভিপি, জিএস ও এজিএস—তিন পদেই এগিয়ে রয়েছে শিবিরের প্যানেল।
তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে লোকপ্রশাসন বিভাগে। এই কেন্দ্রে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে রিয়াজুলের (১২২) চেয়ে সামান্য এগিয়ে থাকলেও, জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থীরাই লিড ধরে রেখেছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬টির ফলাফল আসায় চূড়ান্ত বিজয়ী সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক এই প্রবণতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার কাজ চলছে।
সূত্র: সমকাল