শুক্রবার কলকাতা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফুটবল মহাতারকা মেসির বহু প্রতীক্ষিত ভারত সফর। সফরের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কলকাতায় লিওনেল মেসি ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাক্ষাৎ। দুই ভিন্ন অঙ্গনের দুই কিংবদন্তির এই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বন্ধ দরজার একটি বিশেষ আয়োজনে লিওনেল মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল। আয়োজক ও বিশেষ অতিথিদের সামনে শাহরুখ খানের সঙ্গে তারা উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর প্রথম দিনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হিসেবে এই সাক্ষাৎ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে আলোচনার শীর্ষে।
কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে আয়োজন ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সল্ট লেক স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ভক্তদের ঢল নামে। এই সফর উপলক্ষে স্টেডিয়ামের কাছেই স্থাপন করা হয়েছে মেসির ৭০ ফুট উচ্চতার লোহার মূর্তি, যা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।
নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি মূর্তির উদ্বোধনে উপস্থিত থাকতে না পারলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ভার্চুয়ালি এই উদ্বোধন কার্যক্রমে অংশ নেন। মূর্তিকে কেন্দ্র করে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান ও উদযাপন চলছে।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক কলকাতার পর ভারতের আরও কয়েকটি শহর সফর করবেন। এই সফরকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।