জাতীয় নির্বাচনের পূর্বে গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সব বেসরকারি প্রতিষ্ঠানে এই নির্বাচন হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত গভর্নিং বডি গঠন এর মূল লক্ষ্য। অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন শেষ করতে বলা হয়েছে। এতে কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি হবে না।
রাজনৈতিক প্রভাবমুক্ত গভর্নিং বডি: বিধিমালায় রাজনীতি নিষিদ্ধ
নতুন বিধিমালায় রাজনীতিকদের পরিচালনা পর্ষদে থাকা নিষিদ্ধ করা হয়েছে। সাবেক জনপ্রতিনিধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও আসতে পারবেন না। অভিভাবক, প্রাক্তন শিক্ষক ও শিক্ষানুরাগীদের অগ্রাধিকার দেওয়া হবে সদস্যপদে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধিও থাকতে পারবেন পরিষদে। এই পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখবে বলে আশা করা হচ্ছে।
অধ্যক্ষ নিয়োগ স্থগিত, এনটিআরসিএ‘র দায়িত্ব
নতুন নিয়োগ প্রক্রিয়া চালু না হওয়া পর্যন্ত অধ্যক্ষ নিয়োগ স্থগিত রাখা হয়েছে। এনটিআরসিএ’র মাধ্যমেই ভবিষ্যতে এই নিয়োগ সম্পন্ন হবে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সরকার চায় নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিশ্চিত করতে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার একটি সুযোগ এটি।
শিক্ষাবিদদের স্বাগত জানানো সিদ্ধান্ত
শিক্ষাবিদ ড. মোজাম্মেল হক চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতিকরা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক মঞ্চে পরিণত হয়। এটি শিক্ষকদের পেশাগত স্বাধীনতা কেড়ে নেয়। তিনি মনে করেন, নিরপেক্ষ কাঠামো বাস্তবায়ন হলে এটি একটি বড় সংস্কার হবে। শিক্ষার্থীরাও প্রভাবমুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারবে।




