শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

হলান্ডের দুর্দান্ত সেপ্টেম্বর

বহুল পঠিত

সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির এই তারকা পেলেন প্রিমিয়ার লিগের পুরস্কার। তার দারুণ পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্ব। নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত।

সেপ্টেম্বরে গোলঝড় 

সেপ্টেম্বরে লিগে পাঁচটি গোল করেন হলান্ড। তিনি শীর্ষ গোলদাতার তালিকায় এগিয়ে গেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করেন দুই গোল। আর্সেনালের বিপক্ষেও গোল করেন এই স্ট্রাইকার। বার্নলির বিপক্ষে করেন দুই গোল ও এক অ্যাসিস্ট। সিটি পায় ৫-১ গোলের বড় জয়।

ক্যারিয়ারের নতুন মাইলফলক 

সিটির হয়ে তার মোট গোল এখন ১৩৩। তিনি ক্লাবের সর্বকালের সেরা দশে জায়গা করেছেন। প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা দাঁড়ালো ৯৩-এ। শিয়ারারের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। দ্রুততম সময়ে একশো গোলের মাইলফলক স্পর্শ করবেন।

পুরস্কার ও প্রতিদ্বন্দ্বী

 এটি তার ক্যারিয়ারের চতুর্থ মাসসেরা পুরস্কার। এর আগেও তিনি এই পুরস্কার জিতেছেন। কামাদা, মিনটে, জাকাদের মতো তারকাদের হারিয়েছেন হলান্ড। তার পারফরম্যান্স ছিল সত্যিই প্রশংসনীয়।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ