রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

শাকিব খানের ‘সোলজার’: টিজারেই ভাইরাল, নতুন রূপে মুগ্ধ ভক্তরা

বহুল পঠিত

মাত্র ৩৩ সেকেন্ডের টিজার। তাতেই বাজিমাত করলেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’: টিজারেই ভাইরাল। ভিডিওর শুরুতে দেখা যায়- ঘড়ির কাঁটা ঘুরছে, আর আকাশে উড়ে যাচ্ছে একটি সামরিক হেলিকপ্টার। পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা।

এই মুহূর্তেই দর্শকের কৌতূহল জাগে। এরপর শুরু হয় অ্যাকশন, থ্রিল এবং আবেগে ভরপুর এক দৃশ্যপট।

শক্তিশালী সংলাপ: “তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?”

টিজারের শেষভাগে হাজির হন শাকিব খান।
নতুন লুক, বাস্তবধর্মী চরিত্র আর দৃঢ় সংলাপে যেন পুরনো ইমেজ ভেঙে নতুন পরিচয়ে হাজির হন তিনি।

এই সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়

টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ভিউ ছাড়িয়ে যায় ১৫ লাখের বেশি।
ইনস্টাগ্রাম, টিকটকেও হাজার হাজার রি-শেয়ার।
নেটিজেনদের মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্টবক্স।

নির্মাতার ভাষ্যে সিনেমার ভিশন

পরিচালক সাকিব ফাহাদ জানান, “গল্পটা কোনো সুপারহিরোর নয়। এটি সাধারণ মানুষের আবেগ ও সাহসের গল্প।”

তাঁর মতে, সিনেমাটি বর্তমান প্রজন্মের প্রতিনিধি। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অধিকার দাবি করে এবং দেশের উন্নয়নে স্বপ্ন দেখে।

অভিনয়শিল্পী ও কলাকুশলীদের তালিকা

  • শাকিব খান: কেন্দ্রীয় চরিত্রে
  • তানজিন তিশা: বিপরীতে
  • অন্যান্য অভিনয়শিল্পী: তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী
  • সিনেমাটোগ্রাফি: কামরুল হাসান খসরু
  • প্রযোজনা: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড

দর্শকের প্রতিক্রিয়া

একজন নেটিজেন লেখেন: “এমন এক শাকিব খানকে দেখলাম, যাকে আগে কখনও দেখিনি।”

আরেকজন মন্তব্য করেন: “তিনি দিনে দিনে শুধু অভিনেতা নন, আমাদের আবেগের অংশ হয়ে উঠছেন।”

‘সোলজার’ হতে পারে এক যুগান্তকারী সংযোজন

শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে, ‘সোলজার’ হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক।

শাকিব খানের নতুন রূপ এবং দেশের জন্য উৎসর্গীকৃত গল্প- এই দুই মিলিয়ে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিশাল প্রত্যাশা।

আরো পড়ুন

অভিনয় ছাড়িয়ে কলমের জাদু: বিটিভিতে আজ আসছে এলিনা শাম্মীর ‘ব্যাচেলর ডায়েরি’

বাংলা নাটকের অঙ্গনে ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করে নেওয়া অভিনেত্রী এলিনা শাম্মী শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। ক্যামেরার সামনে যেমন সাবলীল, তেমনি ক্যামেরার পেছনেও তার সৃজনশীল উপস্থিতি চোখে পড়ার মতো। অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য তিনি লিখেছেন নতুন একটি নাটক—‘ব্যাচেলর ডায়েরি’।

লালমাটিয়ার সেই ছোট্ট ঘর থেকে ধানমন্ডির সাম্রাজ্য: এক স্বপ্নবাজ অমির রূপকথা

স্বপ্ন যখন কেবল চোখে নয়, হৃদয়ে গেঁথে যায়- তখন অসম্ভবও সম্ভব হয়। ঠিক তেমনই এক অনুপ্রেরণার নাম নির্মাতা কাজল আরেফিন অমি। ২০১৬ সালের ১ জানুয়ারি লালমাটিয়ার একটি ছোট্ট ঘরে মাত্র দুজন মানুষ আর এক বুক আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল তাঁর প্রোডাকশন হাউজ ‘বুম ফিল্মস’ (Boom Films)। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানটি সাফল্যের ১০ বছর পূর্ণ করে বাংলাদেশের বিনোদন জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ‘পাওয়ার হাউস’-এ পরিণত হয়েছে।

টিভির যুগ শেষ, ইউটিউবে অস্কারের নতুন ডিজিটাল অধ্যায়

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার অ্যাওয়ার্ড এবার নতুন প্রযুক্তি ও দর্শক অভিজ্ঞতার দিকে এক বড় পদক্ষেপ নিয়েছে। ২০২৯ সাল থেকে টেলিভিশনের বদলে সরাসরি ইউটিউবে লাইভ সম্প্রচার হবে, যা বিশ্বের যে কোনো প্রান্তের সিনেমাপ্রেমীর জন্য সহজলভ্য হবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ