গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলে সৃষ্টি হয়েছে এক গভীর শূন্যতা। তিন দিনের রাষ্ট্রীয় ও দলীয় শোক কাটিয়ে দেশ যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, তখন বিএনপির ভেতরে শুরু হয়েছে ভবিষ্যৎ নেতৃত্বের সমীকরণ। সামনে নতুন বছর এবং জাতীয় নির্বাচন—এমন বাস্তবতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।