তাহাজ্জুদ নামাজ হলো এমন এক নফল ইবাদত, যা মুমিন বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। রাতের নীরবতায় যখন চারপাশ নিস্তব্ধ, তখন আল্লাহ তাআলা তাঁর বান্দাদের আহ্বান করেন, “কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দিয়ে দেব?” তাহাজ্জুদ সেই সময়ের ইবাদত, যেখানে আল্লাহর রহমত দরজাগুলো খোলা থাকে।