দীর্ঘ প্রতীক্ষার পর দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই চার দিনের সফরে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত সূচি জানানো হয়েছে।
সফরের মূল লক্ষ্য: শহীদদের শ্রদ্ধা ও দোয়া
সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জুলাই বিপ্লবে নিহত অকুতোভয় যোদ্ধাদের কবর জিয়ারত এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিদেহী আত্মাগুলোর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
তারেক রহমানের চার দিনের সফরসূচি:
- ১১ জানুয়ারি: ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বগুড়ায় রাত্রিযাপন।
- ১২ জানুয়ারি: বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর। এদিন রংপুরে জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
- ১৩ জানুয়ারি: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সাংগঠনিক বৈঠক ও মতবিনিময়।
- ১৪ জানুয়ারি: রংপুর ও বগুড়ায় সমাপনী কর্মসূচি শেষে পুনরায় ঢাকায় প্রত্যাবর্তন।
নিরাপত্তা ও আচরণবিধি পালন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তৈয়বা মজুমদারসহ জাতীয় পর্যায়ের বরেণ্য ব্যক্তিদের কবর জিয়ারত করবেন। সফরের গুরুত্ব বিবেচনা করে দলের পক্ষ থেকে সরকারের কাছে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি।
এই সফরকে ঘিরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলকে শক্তিশালী করতে এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে তারেক রহমানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।